মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)

CM Mamata Banerjee: ‘চমকানি-ধমকানিতে ভয় পাই না’, শিলচর থেকে বিজেপিকে ২০০ পার-এর চ্যালেঞ্জ মমতার

শিলচর: লোকসভা ভোটের প্রচারে অসমে গিয়ে কেন্দ্রকে আক্রমণের ঝাঁঝ বাড়ালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহ-নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে মমতা বললেন, ‘আপনার চমকানি, ধমকানিতে আমি ভয় পাই না। আমাকে চমকাবেন, ধমকাবেন না।’

সিএএ-এনআরসি নিয়ে দেশের বহু মানুষের মধ্যে আশঙ্কা রয়েছে। অসমেও রয়েছে তেমন আতঙ্কের আবহ। শিলচরের সভা থেকে এদিন মমতার আশ্বাস, ‘আপনাদের এখানে কোনও অত্যাচার হলে বাংলা আছে আপনাদের সঙ্গে। বাংলা আপনাদের শেল্টার দেবে। আপনাদের এখানে লক্ষ্মীর ভাণ্ডার দেয়? আমাদের বাংলায় সব মেয়েরা লক্ষ্মীর ভান্ডার পায়’।

আরও পড়ুন: ছোট্ট বাচ্চা বা কুকুরছানা দেখলেই আদর করে চটকাতে ইচ্ছে করে? কেন হয় এমন জানলে চমকে যাবেন!

মমতা বলেন, ‘আপনাদের ভাষা আন্দোলনকে আমি স্বাগত জানাই। এখানে শ্রীজাত আমাদের সাহিত্যিক তাঁকে ঘিরে ধরেছিল। তারপর আমাদের যারা নাট্যচর্চা করে তাদের ফোন করেছিলাম। আমরা তো এইগুলো করি না। অসমে ট্রেলার দিতে এসেছি, ফাইনাল খেলা হবে।’

আরও পড়ুন: বাসন্তী পুজোর মণ্ডপে ঢাক বাজালেন লকেট, ধুনুচি নাচ রচনার! লোকসভার দুই তারকা প্রার্থীর কাণ্ড দেখুন

তৃণমূলনেত্রী আরও বলেন, ‘আপনারা কিছু না দিতেই সুস্মিতা দেবকে এমপি করে দিয়েছি। আমাকে দিয়ে দেখুন। শিলচরে আসতে আসতে দেখলাম কিছুই নেই। আসতে আসতে আমাকে পার্টির স্লোগান দিচ্ছিল। আমার গায়ে তাতে ফোস্কা পড়বে না। এবার গো হারা হারবে বলে গেলাম। আগে ২০০ পার করুন, তারপর সাঁতার কাটতে বেরোবেন।’

সোমরাজ বন্দ্যোপাধ্যায়