বিনীত গোয়েল নিয়ে মমতা যা বললেন...

Vineet Goyal: পদত্যাগ করতে চেয়েছেন বিনীত গোয়েল! রাজি নন মমতা, জানিয়ে দিলেন ‘কারণ’

কলকাতা: আরজি কর কাণ্ডের প্রেক্ষিতে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি উঠেছে। জুনিয়র ডাক্তার থেকে শুরু করে বিরোধীদের নিশানায় কলকাতার নগরপাল। সম্প্রতি লালবাজার অভিযান করে বিনীত গোয়েলের হাতেই তাঁর পদত্যাগের দাবি সম্বলিত ডেপুটেশন তুলে দিয়ে এসেছেন জুনিয়র ডাক্তাররা। লালবাজার থেকে বেরিয়ে জুনিয়র ডাক্তাররা বলেছিলেন, নগরপাল তাঁদের জানিয়েছেন, তিনি নিজে নিজের কাজে খুশি, কিন্তু উর্ধ্বতন কর্তৃপক্ষ যদি তাঁকে সরিয়ে দিতে চান, তাহলে তিনি সরে যাবেন। এবার এই পরিস্থিতিতে মুখ খুললেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্ন থেকে মমতা বলেন, ”কলকাতার পুলিশ কমিশনার নিজে আমার কাছে সাত দিন আগে পদত্যাগ করার জন্য এসেছিল। আপনারা বলুন পুজোর সময়। এখন আইনশৃঙ্খলা কে দেখবে। একটু ধৈর্য ধরুন। আপনারা আমার কাছে ১০টা দাবি করতে পারেন। ৫টা করতে দাবি পূরণ করতে পারি, ৫ টা নাই করতে পারি।”

এরপরই পুলিশের সাফল্যের প্রসঙ্গে মমতা বলেন, ”আমাদের পুলিশ তো একজনকে ফাঁসির সাজা দিয়েছে। আমার কাছে আজও একটা মকুবের আবেদন এসেছিল। আমি না করে দিয়েছি। এই যে দিকে দিকে যা চলছে, তাতে পুলিশ রক্ত দিয়েছে, কিন্তু কারও রক্ত নেয়নি। আমি তার জন্য পুলিশের প্রশংসা করি।”

আরও পড়ুন: আরজি কর-কাণ্ডের মধ্যেই তৃণমূল নেতার নার্সিংহোমে ভয়ঙ্কর ঘটনা! অপারেশন থিয়েটারে ঝুলছে কার দেহ!

উল্লেখ্য, নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতেই গত সোমবার বিকেলের পর থেকে বি বি গাঙ্গুলি স্ট্রিটের উপর বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন জুনিয়র চিকিৎসকরা৷ শেষ পর্যন্ত মঙ্গলবার বিকেলে পুলিশ ব্যারিকেড সরিয়ে বেনটিক্ট স্ট্রিট পর্যন্ত মিছিল নিয়ে যাওয়ার অনুমতি দিলে জুনিয়র চিকিৎসকরা রাস্তা খালি করে দেন৷ চিকিৎসকদের একটি প্রতিনিধি দল গিয়ে নগরপাল বিনীত গোয়েলের সঙ্গেও দেখা করে৷

এরপরই বিনীত গোয়েলের পদত্যাগের দাবি অব্যাহত থাকে। যদিও এদিন মুখ্যমন্ত্রী কার্যত সেই দাবি নস্যাৎ করে দিলেন।