Viral News: একই বলে দুই প্রান্তের ব্যাটসম্যানই রানআউট, সত্যি হল দেখুন Viral Video

#ঢাকা: ক্রিকেটে বিভিন্ন মজার ঘটনা ঘটে, তাই একসময়ের জেন্টলম্যানস গেম এখন ফানি গেম নামেও অনেক জায়গাতেই পরিচিত হয়৷ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলে (BPL) এরকমই এক দারুণ মজার এবং একেবারে অভিনব ঘটনা ঘটল৷ সেই ঘটনায় একইসঙ্গে একটিই বলে দুই ব্যাটসম্যানেরই উইকেটের বেল ফেলে দেয় একটি বল৷ এই খবর এখন ভাইরাল নিউজ (Viral News) আর বাইশ গজের আজব এই ভিডিও এখন ভাইরাল ভিডিও (Viral Video)৷ আর এই আজব আউট হলেন আন্দ্রে রাসেল ( Andre Russell)৷

বিপিএলে ( BPL) ম্যাচ চলছিল খুলনা টাইগার্স এবং মিনিস্টার গ্রুপ ঢাকা দলের৷ বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে আজব এই রানআউটের ঘটনা এখন ভাইরাল নিউজ (Viral News)৷

আরও পড়ুন – U 19 World Cup 2022: অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ভারত বনাম পাকিস্তান! কীভাবে সম্ভব এই টক্কর

যা আসলে হয়েছিল

বিপিএলে ( BPL)  ১৫ ওভারের শেষ বলটি করেছিলেন খুলনা টাইগার্সের থিসারা পেরেরা৷ মিনিস্টার গ্রুপ ঢাকা ওয়েস্টইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল শট খেললে তা থার্ডম্যানের দিকে যায়৷ এবংএক রানের জন্য কল দেন তিনি৷ নন স্ট্রাইকার এন্ডে থাকা মহম্মদুল্লাহ দৌড়তে শুরু করেন, তিনি ডেঞ্জার এন্ডের দিকে যাচ্ছিলেন তাই লাইনের দিকে দ্রুত দৌড়চ্ছিলেন৷

আরও দেখুন – Video: Bagnan-এ বিষক্রিয়ায় মৃত্যু ৩টি বাঘরোলের, বিষ খাইয়ে খুন?

থ্রোটি আসে স্ট্রাইকার এন্ডের দিকের স্টাম্পে হিট করে, বেল পড়ে গেলেও বিপদ ঘটেনি কারণ মহম্মদুল্লাহ তাঁর ক্রিজে ভালোভাবেই ঢুকে গিয়েছিলেন৷ কিন্তু বলটি প্রথম বেল ভাঙার পর গতি ও দিক বদলে নন স্ট্রাইকার এন্ডের দিকে যেতে শুরু করে৷ আর আজব কাণ্ড দ্রুত গতিতে আসা বল নন স্ট্রাইকার এন্ডের বেলও ফেলে দেয়৷ আর ভাইরাল ভিডিওতে দেখা যায় যে নন স্ট্রাইকার এন্ডে পৌঁছতে পারেননি আন্দ্রে রাসেল  ( Andre Russell)৷

দেখে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)৷

এদিকে এই ভাইরাল নিউজের (Viral News) ভাইরাল ভিডিও (Viral Video) নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল৷ আজব এই আউটের ভিডিও সকলেই বারবার দেখছেন এবং নিজের মতো কমেন্ট করছেন৷