১০০ টাকায় চার বোতল হুইস্কি, ৩০০ টাকায় পাঁচ বোতল বিয়ার! মূর্গ তন্দুরী মিলত মাত্র ১৮০ টাকায়

Viral News: ১০০ টাকায় চার বোতল হুইস্কি, ৩০০ টাকায় পাঁচ বোতল বিয়ার! মূর্গ তন্দুরী মিলত মাত্র ১৮০ টাকায়

নয়াদিল্লি : ব্যস্ততা ভরা জীবনে পিছনে তাকানোর সময় নেই৷ সকাল থেকে শুধু কাজ আর অর্থের জন্য ছুটে বেড়ানো৷ এমন পরিস্থিতি অতীতের কিছু জানিস আমাদের নাড়া দিয়ে যায়৷ পরিস্থিতি এমন হয় যে, আমরা ভাবতে থাকি আগের সময়টাই ভালো ছিল৷

সোশ্যাল মিডিয়ার সৌজন্য অনেক কিছুই বর্তমানে ভাইরাল হয়ে ওঠে৷ ষাট-সত্তর বছর আগে কারও বিয়ের ভিডিয়ো, বাসের টিকিট বা অন্য কিছুর ছবি সোশ্যাল মিডিয়ায় ছাড়লে সবাই অবাক হন৷ সেরমই একটি ব্যাপার ফের প্রকাশ্যে৷ যা দেখলে আপনারও মনে হতে পারে, ফেলে আসা দিনগুলোই আমাদের জন্য ভালো ছিল৷

আরও পড়ুন : ৫৩-এর বুড়োর যৌন লালসার শিকার! ছাত্রীর এক চালেই পুলিশের হাতে অপরাধী

সম্প্রতি দিল্লির এক রেস্টুরেন্টের বিলের ছবি ভাইরাল হয়েছে৷ বিলটি ২০০৭ সালের৷ এই ছবিগুলি সোশ্যাল মিডিয়া সাইট রেডিট-এ ছাড়া হয়েছিল৷ সেই বিল দুটির ছবি দেখেই অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা৷ তারা বিশ্বাস করতে পারছেন না, দেখতে দেখতে সতেরো বছর কেটে গিয়েছে৷ এবং তখন জিনিসপত্রের দাম এত কম ছিল!

বিলের ছবি অনুযায়ী সুপার ফ্যাক্টরি ছিল রেস্টুরেন্টের নাম৷ সেখান থেকে সব মিলিয়ে মোট দশটি জিনিস কেনা হয়েছে৷ লাহোরি মূর্গ তন্দুরীর পাওয়া যেত মাত্র ১৮০ টাকায়৷ চার বোতল হুইস্কির দাম ১০০টাকা৷ পাঁচ বোতল বিয়ারের দাম লেখা আছে ৩০০ টাকা৷ এতকিছুর পর বিল হয়েছে মোটে ২৫২২ টাকা৷ যে ব্যক্তি ছবিটি শেয়ার করেছেন, তিনি লিখেছেন, খাদ্য-পন্যের দাম এত বেড়ে যাবে ভাবতে পারিনি৷ দিল্লিতে অ্যালকোহলের দাম কম সস্তা ছিল দেখুন৷

আরও পড়ুন : ফাঁকা ঘরে বউ-এর সঙ্গে লটর পটর, প্রেমিককে হাতে পেতেই চরম সিদ্ধান্ত স্বামীর!

ছবিটি ভাইরাল হতেই মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে নেটিজেন মহলে৷ একজন লিখেছেন, এখনকার দিনে এই মাল কিনতে গেলে সব মিলিয়ে কুড়ি হাজার টাকা তো খরচা হবেই৷ একজন জানিয়েছেন, এই সব মালের দাম এখন তিন গ্রাম সোনার মূল্যের সমান৷ একজন লিখেছেন, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মুদ্রাস্ফীতিও এর জন্য দায়ী৷

আরও একটি বিল ভাইরাল হয়েছে৷ ১৯৮৫ সালের সেই বিলেন শাহী পনিরের দাম রয়েছে মাত্র ৮ টাকা, রায়তা ৫ টাকা!