রাস্তায় দাঁড়িয়ে অফিসারের ক্লাস নিলেন বিবাহিত মহিলা

‘মহিলা পুলিশ হয়ে স্বামীর গায়ে হাত তুললেন…’! রাস্তায় দাঁড়িয়ে অফিসারের ক্লাস নিলেন বিবাহিত মহিলা

গুলশন কাশ্যপ, জামুই: ভারতীয় সংস্কৃতিতে পতিকে পরমেশ্বরের মর্যাদা দেওয়া হয়েছে। সাবিত্রী-সত্যবানের কথাই ধরা যাক। স্বামীকে বাঁচাতে স্বয়ং যমরাজকে চ্যালেঞ্জ করে বসেন সাবিত্রী। আজ সে রামও নেই, সে অযোধ্যাও নেই। তবে বিহারের জামুইতে স্বামীকে বাঁচাতে পুলিশ অফিসারের সঙ্গে স্ত্রীর মারামারি সেই পৌরাণিক যুগকেই মনে করিয়ে দিল আবার।

স্বামীর গায়ে হাত! ব্যস, আর কোনও কিছুর তোয়াক্কা করেননি মহিলা। প্রকাশ্য দিবালোকে মাঝরাস্তায় দাঁড়িয়ে মহিলা পুলিশ অফিসারের সঙ্গে তর্ক শুরু করে দেন মহিলা। তাঁর রণচণ্ডী রূপ দেখে ভিড় জমান আশপাশের মানুষও। পুলিশ অফিসার ভদ্রভাবেই কথা বলছিলেন। কিন্তু মহিলা কিছু শুনতে রাজি নন। তাঁর স্বামীর গায়ে হাত দেওয়ার সাহস হয় কী করে! তাঁর একটাই লবজ। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন– IIT, IIM-এর চাকরি ছেড়ে সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং স্পেশ্যালিস্ট; সহেলির রোজগার শুনলে মাথা ঘুরে যাবে!

…মহিলা পুলিশ হয়ে আমার স্বামীর গায়ে হাত তুলবেন: জামুল-মলয়পুর প্রধান সড়কের সাতগামার কাছে ঘটনাটি ঘটেছে। সামনে লোকসভা ভোট। চেকপোস্ট বসিয়ে নাকা চেকিং শুরু করেছে পুলিশ। নিরাপত্তায় যেন কোনও ফাঁক না থাকে। প্রতি গাড়িতে চলছে কড়া তল্লাশি। সেই সময়ই এই ঘটনা ঘটে।

স্বামীকে ধাক্কা দেওয়ার অভিযোগ মহিলার: তল্লাশির সময় তাঁর স্বামীকে ধাক্কা দিয়েছেন কর্তব্যরত মহিলা পুলিশ অফিসার। এমনই অভিযোগ করেছেন ওই মহিলা। সেখান থেকেই গণ্ডগোলের সুত্রপাত। ভিডিও-তে দেখা যাচ্ছে, মহিলা একটা প্রশ্নই বারবার করছেন, “মহিলা পুলিশ অফিসার হয়ে আমার স্বামীকে কীভাবে ধাক্কা দিতে পারেন”? রীতিমতো আঙুল উঁচিয়ে মহিলা পুলিশ অফিসারের দিকে তেড়েও যান তিনি। ভিডিওতে ধরা পড়েছে সেই দৃশ্য।

আরও পড়ুন– মাত্র ৫০০০ টাকা নিয়ে এসেছিলেন স্বপ্ননগরীতে! নোরা ফতেহির লড়াইয়ের কাহিনি চোখে জল আনবে

যদিও ধাক্কা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। ওই মহিলাকে সে কথা বুঝিয়েও বলেন কর্তব্যরত অফিসাররা। কিন্তু তিনি কিছু শুনতে রাজি নন। ঘটনা দেখতে ভিড় জমান আশেপাশের মানুষ। কর্তব্যরত পুলিশ উপ-পরিদর্শক জ্যোতি কুমারী বলেন, “আমরা প্রত্যেক গাড়িতে তল্লাশি চালাচ্ছি। কোথাও কিছু হয়নি। ওঁরা প্রথম থেকেই ইচ্ছাকৃতভাবে খারাপ ব্যবহার করছিলেন’। তিনি জানান, গোটা বিষয়টা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উপর থেকে নির্দেশ এলেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।