Viral News: এ কোন মহাপ্রলয়ের ইঙ্গিত! বজ্রপাতে কেঁপে উঠল যিশুর মূর্তি, তারপর যা হল, চমকে যাবেন

রিও ডি জেনিরো: এ এক অপার্থিব দৃশ্য যেন৷ যেন এমন ঘটনা পৃথিবীতে ঘটতে পারে, এ কথা বিশ্বাস করতে পারবেন না কেউ৷ তেমনই এক ঘটনা ঘটেছে ব্রাজিলে৷ সম্প্রতি বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম আশ্চর্য, রিও-ডি-জেনিরোর যিশুর মূর্তির উপর প্রবল প্রতাপে আছড়ে পড়ল বাজ৷

আর সেই ছবি ধরা পড়ল এক চিত্রগ্রাহকের ক্যামেরায়৷ আর সেই ছবিই সম্প্রতি তরঙ্গ তুলেছে সোশ্যাল মিডিয়ায়৷ সবাই বলছেন, বজ্রপাতের পরেও মূর্তির একটুও কোনও ক্ষতি হয়নি, এটাই ঈশ্বরের লীলা৷

আরও পড়ুন,  মিটবে সংসারের সমস্যা, রয়েছে ধনী হওয়ার যোগ! তুলসী গাছ পুজো করুন এভাবে

আরও পড়ুন,  বাড়বে খরচ, হতে পারে সংসারে অশান্তি! এই ৫ বদভ্যাস ভুলেও আর করবেন না

ছবিটি তুলেছেন ফার্নান্ডো বার্গা নামে এক চিত্রগ্রাহক৷ তিনি ইনস্টাগ্রামে এই ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘পবিত্র বজ্রপাত৷ আজ শুক্রবার৷’ ফেব্রুয়ারি মাসের ১০ তারিখে সন্ধ্যা সাতটার সময় এই ছবিটি তোলা হয়েছে৷

এর জন্য তিনি ব্যবহার করেছে নিকন ডি৮০০, লেন্সটি ছিল ৭০-২০০ এমএম৷ কিন্তু চিত্রগ্রাহকের বিস্তারিত প্রযুক্তিগত তথ্য পেরিয়ে সাধারণ মানুষ এর মধ্যে খুঁজে নিচ্ছেন অলৌকতার স্বাদ৷

 

View this post on Instagram

 

A post shared by Fernando Braga (@fsbragaphotos)

অনেকেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এই ছবিটি৷ আর তার জন্যই এটি লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে গিয়েছে৷ কেউ কেউ অবশ্য দাবি তুলেছেন, এটি ফটোশপ করে তৈরি করা৷

আবার আধ্যাত্মিক মাহাত্মের কথাও খুঁজে বার করছেন কেউ কেউ৷ তবে সকলেই চমকে গিয়েছেন এই ঘটনায়৷ কারণ, এমন একটা ঘটনা ঘটতে পারে, তা চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না৷

কেউ কেউ আবার বলছেন, পৃথিবী ছেড়ে অন্যত্র পাড়ি দিচ্ছেন যিশু, সেই কারণেই এমন ঘটনা ঘটেছে৷ আর কিছু না হোক, এই ঘটনায় নিঃসন্দেহে তরঙ্গ উঠেছে সোশ্যাল মিডিয়ায়৷