পাকিস্তানে ১১৭ টাকায় হোটেল রুম! ভিতরে ঢুকে চমকে গেলেন নেদারল্যান্ডসের ট্রাভেল ব্লগার (Photo-Instagram/@traveltomtom)

পাকিস্তানে ১১৭ টাকায় হোটেল রুম! ভিতরে ঢুকে চমকে গেলেন নেদারল্যান্ডসের ট্রাভেল ব্লগার

পাকিস্তানে এখন কী চলছে? আটার জন্য লম্বা লাইন। জিনিসপত্রর আগুন দাম। এর উপর যখন তখন জঙ্গি হামলা। এসব কারণে পর্যটকরাও এখন ভয় পান প্রতিবেশি দেশে যেতে। তবে অত্যুৎসাহী লোকজন বরাবরই থাকেন। তাঁরা এখনও পাকিস্তানে পাড়ি জমান। এ যেন রীতিমতো অ্যাডভেঞ্চার।

সম্প্রতি নেদারল্যান্ডসের এক কনটেন্ট ক্রিয়েটার গিয়েছিলেন পাকিস্তান। থাকার জন্য বুক করেছিলেন সস্তার হোটেল। ভাড়া ১১৭ টাকা। রুমে ঢুকে তাঁর চক্ষু চড়কগাছ। ১১৭ টাকার ঘর যে এমন হবে তিনি স্বপ্নেও ভাবেননি।

আরও পড়ুন- গোপন সূত্রে খবর পেয়ে ট্রেনে চিরুনি তল্লাশি চালাল RPF; সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে থাকা ব্যাগ খুলতেই চক্ষু ছানাবড়া তদন্তকারীদের!

ইনস্টাগ্রাম ইউজার @traveltomtom নেদারল্যান্ডসের বাসিন্দা। দেশ-বিদেশে ঘুরে বেড়ানোই তাঁর শখ। ২০১২ সালে বের হন পৃথিবী ভ্রমণে। এখনও পর্যন্ত ১৫৯টি দেশে সফর করেছেন। মে মাসে তিনি একটি ভিডিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামে। পাকিস্তানের পেশোয়ারের একটি হোটেলের রুমের ভিডিও।

ভিডিওতে দেখা যাচ্ছে, রুম বুকিং করতে হোটেলে গিয়েছেন তিনি। যুবক জানিয়েছেন, পেশোয়ারে তিনি প্রথমে কয়েকজনের সঙ্গে দেখা করেন। কোন হোটেলে থাকা যায়, তাঁদের কাছে পরামর্শ নেন। সেই অনুযায়ী পরের দিন আসেন রুম বুক করতে।

আরও পড়ুন- নববধূকে নিয়ে হেলিকপ্টারে উঠলেন বর, কনে বিদায় দেখতে উপচে পড়ল ভিড় ! হতবাক পুলিশও

১১৭ টাকার রুম: যুবক জানান, রুমের ভাড়া ১.৪ ডলার অর্থাৎ ১১৭ টাকা। সিঁড়ি দিয়ে ওঠার সময় চারদিকের নোংরা পরিবেশ দেখে আঁতকে উঠেছিলেন। কিন্তু রুমে ঢুকে অবাক হয়ে যান। পরিপাটি করে সাজানো দুটো বিছানা। সঙ্গে একটা ছোট টিভিও। তিনি বলছিলেন, “এই টাকায় রুমে টিভি দেবে ভাবতেই পরিনি।’’ সেই রুমে আগে থেকেই আরেক ট্রাভেল ব্লগার ছিলেন। অর্থাৎ একটা রুম দু’জনকে শেয়ার করতে হচ্ছে।

ভিডিও ভাইরাল: নেদারল্যান্ডসের যুবকের এই ভিডিওতে এখনও পর্যন্ত ৭ লাখ ভিউ হয়েছে। কমেন্ট করেছেন হাজার হাজার ইউজার। একজন লিখেছেন, “এমন দেশে থেকে কেউ জীবন নষ্ট করছে বিশ্বাস করতে পারছি না”। আরেকজন লিখেছেন, “আমার বাড়ির বেসমেন্ট পুরো পাকিস্তানের চেয়ে পরিস্কার।“ পাকিস্তানে ঘুরতে যাওয়ার জন্য ওই যুবককে কটাক্ষ করেছেন অনেকেই। তাঁদের বক্তব্য, “লোকে কয়েকটা দিন আনন্দে কাটাবার জন্য ঘুরতে যায়, আর এ গিয়েছে হয়রান হতে।“