হাত থেকে ছিটকে ব্যাট উড়ে গেল আম্পায়রের দিকে, হার্দিকের স্ত্রী নাতাশা যা করলেন, ভাইরাল ভিডিও

#কলকাতা: গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন৷ আইপিএলের ৬৭ নম্বর ম্যাচে ওয়াংখেড়ে হার্দিক পান্ডিয়া  দলকে হার স্বীকার করতে হয়েছে৷ এই মাঠে এই ম্যাচের আগে অপরাজিত ছিলেন তাঁরা৷ এর আগে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ৩০ এপ্রিল মুখোমুখি হয়েছিল এই দুই দল, সেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে গুজরাত ৬ উইকেটে হারিয়ে দিয়েছিল৷

এই ম্যাচে এদিন আজব ঘটনা ঘটে৷ ম্যাচের ১০ ওভারে আরসিবি অল রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের ওভারের শেষ ডেলিভারিতে ব্যাট চালাতে গিয়ে কেলেঙ্কারি করে বসেন হার্দিক পান্ডিয়া৷ ব্যাট চালানোর সময় তার থেকে স্লিপ করে ব্যাটটি বেরিয়ে যায়৷ তাঁর থেকে ছিটকে যাওয়া ব্যাটটি স্কোয়ার লেগ আম্পায়ারের দিকে উড়ে যায়৷

আরও পড়ুন – Nikhat Zareen: মেরি কম জিজ্ঞাসা করেছিলেন ‘‘কে নিখাত জরিন?’’ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতে উত্তর দিলেন…

এই ঘটনা দেখা মাঠে উপস্থিত সকলেই চমকে যান৷ স্তম্ভিত হয়ে যান হার্দিক পান্ডিয়ার স্ত্রীও৷ তিনি গ্যালারিতে বসে স্বামীর দলের খেলা দেখছিলেন৷ তিনি আস্তে আস্তে বলে ওঠেন, ‘এখুনি এটা কি হল৷’

দেখে নিন হার্দিক পান্ডিয়ার ব্যাট উড়ে স্কোয়ার লেগ আম্পায়েরর দিকে যাওয়ার পর ঠিক কি হল৷ দেখুন ভাইরাল ভিডিও (Viral Video)৷

গুজরাত টাইটান্স ১৬ ওভারে ১২২ রান করেছিলেন ৩ উইকেটে৷ টাইট বোলিংয়ে আটকে রাখেন রয়্যাল চ্যালেঞ্জার্সের বোলাররা৷

জস হেজেলউড গুজরাত টাইটান্সের শুভমান গিলকে দুরন্ত ক্যাচে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন৷ ম্যাক্সওয়েল এরপর ম্যাথু ওয়েডকেও তুলে নেন৷ তৃতীয় উইকেট হারায় ৬২ রানে কারণ ঋদ্ধিমান সাহা আউট হয়ে যান৷

এরপরে অবশ্য হার্দিক পান্ডিয়া ও ডেভিড মিলার ইনিংস মেরামতির কাজ খানিকটা করেন৷ নিয়মিত বাউন্ডারি মেরে গুজরাত টাইটান্সের ওপর জমতে থাকা চাপ খানিকটা সরিয়ে দেন৷ এদিনের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জয়ের ফলে বিরাট কোহলি এবং ডু প্লেসিসের দল এখনও লড়াইতে রইল৷