Viral Video: ছাদে ফোঁস ফোঁস শব্দ, একটু টোকা দিতেই দেওয়াল ভেঙে এ কী বেরিয়ে এল, দেখুন ভিডিও

কুয়ালালামপুর: বাড়ির ছাদে বেশ কিছুদিন ধরেই রহস্যজনক আওয়াজ পাচ্ছিলেন গৃহস্থরা। কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না আদতে কী হয়েছে। শেষে একদিন লেজ দেখতে পেয়ে টনক নড়ে তাঁদের। বুঝতে অসুবিধা হয়নি যে বাড়ির ছাদের আস্তানা গেড়েছে একটি সাপ।

কিন্তু বিষয়টি এখানেই শেষ নয়। সেই সাপের শুধুমাত্র লেজ দেখতে পেয়েছিলেন তাঁরা। আদৌ সেটি কী প্রকৃতির সাপ কিংবা এটি আকার কত বড়, সেই সম্পর্কে তাঁরা কিছুই জানতে পারেননি। পরে স্থানীয় দমকল অফিসে খবর দেন তাঁরা। আর দমকল কর্মীরা আসতেই যা দেখলেন, তা দেখে চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে সকলের।

ঘটনা মালেশিয়ার। সেখানে একটি বাড়িতে বেশ কিছুদিন ধরেই আওয়াজ পাওয়া যাচ্ছিল। মালেশিয়ার বাড়ির গঠন সাধারণত আমাদের এখানে বাড়ির গঠনের মতো হয় না। ছাদের টিনের শেড ছিল। তার নিচে ছিল সিমেন্ট দিয়ে ঢালাই করা। এই টিন এবং সিমেন্টের মাঝে ফাঁকা অংশ থেকে আওয়াজ আসত। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বাড়ির কয়েকজন সদস্য সাপের লেজ দেখতে পান। এর পরেই খবর দেওয়া হয় দমকলে।

দমকল কর্মীরা এসে বুঝতে পারেন, মোটেও ওই বাড়িতে একটি ছোট সাপ নেই। বরং আরও বড় কিছু আস্তানা করেছে টিনের শেডে। সেই মতো টিনের শেডের নিচে সিমেন্টে টোকা দিতেই সেটি ভেঙে পড়ে বিরাট আকারের তিনটি সাপ। সেই ভিডিও দেখে চমকে উঠবেন না, এমন খুব কমই রয়েছেন।

আরও পড়ুন, বয়ফ্রেন্ড ভাড়া চাই? অর্থের বিনিময়ে এই যুবক আপনার প্রেম-সঙ্গী হতে রাজি

আরও পড়ুন, বাঘ, বাঘের মাসি সব একসঙ্গে কুয়োর জলে পড়েছে! কী কাণ্ড দেখুন

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। সাপগুলি আকারে এত বড় ছিল যে, এই ভিডিও দেখে হতবাক হয়ে গিয়েছেন সকলেই। অনেকেই বলেছেন যে আর কয়েকটা দিন হলে বড়সড় কোনও বিপদ হতে পারত। প্রতিবেদনে বলা হয়েছে, সাপগুলি আদতে বিশাল আকারের পাইথন। পরে সেগুলি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।