Oldest Elephant in World: বিশ্বের সবচেয়ে বয়স্ক হাতি রয়েছে এদেশেই! ১০৫ বছর বয়সেও পায়ে শিকল? বিরক্ত নেটিজেনরা

Viral Elephant Video: বিশ্বের সবচেয়ে বয়স্ক হাতি রয়েছে এই ভারতেই! ভারতীয় বন পরিষেবা আধিকারিক সুশান্ত নন্দা সম্প্রতি বিশ্বের বয়স্কতম হাতির একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন। ১০৫ বছর বয়সী ওই হাতির নাম বৎসলা। পায়ে শিকল পরা অবস্থায় একটি মাঠে শান্তভাবে দাঁড়িয়ে শুঁড়টি নাড়াতে দেখা গিয়েছে বৎসলাকে।

দেখুন সেই ভিডিও:

মধ্যপ্রদেশের পান্নার বৎসলা হল পৃথিবীতে ১০০ বছরেরও বেশি সময় ধরে বেঁচে থাকা একমাত্র হাতি, জানিয়েছেন সুশান্ত নন্দা। সুশান্ত আরও জানান, পান্না ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের সময় বাঘের পর্যবেক্ষণে দুর্দান্ত ভূমিকা পালন করেছিল বৎসলা।

আরও পড়ুন- “এখন ভারতের সব ঘরে শৌচালয়, সব গ্রামে বিদ্যুৎ”: মিউনিখে দাবি প্রধানমন্ত্রী মোদির

রবিবার শেয়ার করার পর থেকে এই ভিডিও ক্লিপটি ১৪,০০০ এরও বেশি মানুষ দেখেছেন। অনেকে বৎসলাকে দেখে উচ্ছ্বসিত হয়েছেন যেমন, অনেকে আবার হাতির পায়ে শিকল দেখে বিরক্তও হয়েছেন।

“বৎসলা… মানে প্রেমময় বা স্নেহময়… উপযুক্ত একটি নাম। ঈশ্বর ওকে আরও অনেক বছর ধরে সুস্বাস্থ্যের আশীর্বাদ দিন,” মন্তব্য করেছেন একজন। অন্য একজন লিখেছেন, “এভাবে হাতিটিকে শিকলে বেঁধে রেখে শ্রদ্ধা করেন?”

আরও পড়ুন- এই বালিশের দাম ৪৫ লক্ষ টাকা! কী এমন রয়েছে পৃথিবীর সবচেয়ে দামী বালিশে?

উল্লেখ্য, ২০১৯ সালে মারা যাওয়া চেঙ্গালোর দক্ষিণায়ানির বয়সকেও ছাড়িয়ে গিয়েছে বৎসলা। এশিয়ার তৎকালীন প্রাচীনতম হাতি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছিল ওই হাতি। বিবিসি জানিয়েছে, গজ মুথাসি বা হাতি ঠাকুমা নামে পরিচিত হাতিটি কেরলের চেঙ্গালোর মহাদেব মন্দিরের আচার অনুষ্ঠানে এবং মিছিলে অংশ নিত।