Covid 19 -র বিরুদ্ধে কঠিন লড়াইতে গোটা দেশ, সাহায্য নিয়ে এগিয়ে এলেন বিরুষ্কা, দিলেন ‘এত’ কোটি

#মুম্বই: ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) ও তাঁর স্ত্রী এবং বলিউডের প্রথম শ্রেণীর অভিনেতা অনুষ্কা শর্মা ( Anushka Sharma)  করোনা যুদ্ধে লড়াইয়ের জন্য মুক্ত হস্তে এগিয়ে এলেন৷ একটি ফান্ড রেইজিং প্রজেক্টে ২ কোটি টাকার অনুদান দিলেন৷ এই প্রজেক্টের লক্ষ্য ৭ কোটি টাকা সংগ্রহ করা ৷ যা দেশের কোভিড ১৯ (COVID-19) যুদ্ধে কাজে লাগবে৷

Ketto নামের একটি ফান্ড রেইজিং প্ল্যাটফর্ম এই টাকা সংগ্রহের কাজ শুরু করেছে৷ সেলেব দম্পতি -র  পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ সেখানে জানানো হয়েছে বিরাট কোহলি এবং অনুষ্কা একটি ৭ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যে ব্রতী হয়েছেন৷

প্রাথমিক কাজ হিসেবে এই জুটি নিজেরাই ২ কোটি টাকা দিয়েছেন৷ এই মারণ ভাইরাসের বিরুদ্ধে দু‘জনেই একসঙ্গে কাজ করছেন৷

কেট্টোতে আগামী ৭ দিন ধরে এই ক্যাম্পেন চলবে৷ যাঁরা করোনা যুদ্ধে দেশকে সাহায্য করতে চান তাঁরা এই প্ল্যাটফর্মে অনুদান দিতে পারে৷ এই  ফান্ড নিয়ে কাজ করবে যারা তারা অক্সিজেন যোগান দেওয়া, মেডিক্যাল প্রশিক্ষণ প্রাপ্ত কর্মী নিয়োগ করায়, ভ্যাকসিনেশন, জনসচেতনতা, টেলি মেডিসিনের মতো একাধিক বিষয় নিয়ে কাজ করবে৷

 

কোহলি বলেছেন, ‘‘আমরা একটা অভাবনীয় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের দেশে ইতিহাসে এরকম অবস্থা দেখেনি. আমাদের সকলকে একসঙ্গে লড়াই করতে হবে৷ যত সম্ভব মানুষকে বাঁচাতে হবে৷ গত বছর থেকে মানুষ যেভাবে কষ্ট পাচ্ছে তাতে আমি আর অনুষ্কা শিউরে উঠছি৷ ’’

বিরাট আরও বলেছেন, ‘‘আমরা একসঙ্গে কাজ করছি যাতে যত বেশি সম্ভব মানুষকে সাহায্য করা যায়৷ অতিমারির সময় এবং এখন৷ ভারত এখন সবচেয়ে বেশি করে আমাদের সমর্থন চায়৷ ’’

বিরাট বলেন , ‘‘আমরা একটা ফান্ড তোলার কাজ শুরু করেছি, আমরা আত্মবিশ্বাসী আমরা এই যুদ্ধে লড়াইয়ের জন্য একটা ভালো অ্যামউন্ট সংগ্রহ করতে পারব৷ দেশবাসীদের এই কঠিন পরিস্থিতিতে আমাদের একসঙ্গে লড়াই করে জিততে হবে৷ ’’

অনুষ্কা জানিয়েছেন পরিস্থিতি দেখাটাও কষ্টকর৷ তিনি বলেছেন, ‘‘বিরাট আর আমি ভীষণ কষ্ট পাচ্ছি মানুষের এই অসহায়তা দেখে৷ আমরা মনে করি এই ফান্ড ভাইরাসের বিরুদ্ধে লড়াইতে সাহায্য করবে, যা আমরা অসহায় ভাবে দেখছি৷ ’’