সেই সাক্ষাৎকারেই বিরাট কোহলিকে কার্য বিশ্বসেরা বললেন গৌতম গম্ভীর। বিরাটের ভূয়সী প্রশংসাও শোনা যায় টিম ইন্ডিয়ার নতুন হেডস্যারের গলায়। টেস্টে বিরাট বিগত কয়েক বছরে ভাল না খেললেও কোহলির পাশে দাঁড়ান গম্ভীর।

Virat Kohli and Gautam Gambhir: দুই দিল্লিবাসী একসঙ্গে বসলেন গল্প করতে, উঠে এল হনুমান চালিশার- ওঁ নমঃ শিবায় মন্ত্রের কথা, চমকে যাবেন

Virat Kohli and Gautam Gambhir:   বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর দুজনের এক দারুণ সাক্ষাৎকার দিয়ে সকলকে মুগ্ধ করে দিল বিসিসিআই৷ বিভিন্ন সময়ে বিভিন্ন মহলে গম্ভীর ও কোহলির সম্পর্কের নোনতা -মিষ্টি বিষয় নিয়ে আলোচনা হয়৷ কিন্তু এদিন বোর্ডের ইন্টারভিউতে যেসব খবর বেরিয়ে এল তাতে চমকে গেলেন ভারতীয় ক্রিকেট ফ্যানরা৷ Photo Courtesy- BCCI 
Virat Kohli and Gautam Gambhir:   বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর দুজনের এক দারুণ সাক্ষাৎকার দিয়ে সকলকে মুগ্ধ করে দিল বিসিসিআই৷ বিভিন্ন সময়ে বিভিন্ন মহলে গম্ভীর ও কোহলির সম্পর্কের নোনতা -মিষ্টি বিষয় নিয়ে আলোচনা হয়৷ কিন্তু এদিন বোর্ডের ইন্টারভিউতে যেসব খবর বেরিয়ে এল তাতে চমকে গেলেন ভারতীয় ক্রিকেট ফ্যানরা৷ Photo Courtesy- BCCI
বিরাট কোহলি জানিয়ে দিলেন উই আর কামিং এ লং ওয়ে টু পুটিং এন এন্ড টু অল দ্য মশালা- অর্থাৎ কোহলি বুঝিয়ে দিলেন কোচ গম্ভীর ও তারকা ব্যাটার বিরাটের এই নতুন জার্নি পুরনো তিক্ততা ভুলে এক নতুন স্বাদ নিয়ে আসবে ক্রিকেটে৷
বিরাট কোহলি জানিয়ে দিলেন উই আর কামিং এ লং ওয়ে টু পুটিং এন এন্ড টু অল দ্য মশালা- অর্থাৎ কোহলি বুঝিয়ে দিলেন কোচ গম্ভীর ও তারকা ব্যাটার বিরাটের এই নতুন জার্নি পুরনো তিক্ততা ভুলে এক নতুন স্বাদ নিয়ে আসবে ক্রিকেটে৷
এদিন বিসিসিআইয়ের ভিডিওতে বিরাট ও গম্ভীর নিজেদের ক্রিকেট কেরিয়ার নিয়ে অনেক অলোচনা করেন৷ বিরাট কোহলি জানালেন কীভাবে ওঁ নমঃ শিবায় মন্ত্রের জপ করতেন অস্ট্রেলিয়া সফরের সময়৷
এদিন বিসিসিআইয়ের ভিডিওতে বিরাট ও গম্ভীর নিজেদের ক্রিকেট কেরিয়ার নিয়ে অনেক অলোচনা করেন৷ বিরাট কোহলি জানালেন কীভাবে ওঁ নমঃ শিবায় মন্ত্রের জপ করতেন অস্ট্রেলিয়া সফরের সময়৷
এই মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে তিনি নিজের সঠিক জোনের মধ্যে থাকতে সাহায্য পেতেন৷ তিনি বলেছেন প্রতিটা বলের আগেই ওঁ নমঃ শিবায় মন্ত্রটি উচ্চারণ করেন৷
এই মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে তিনি নিজের সঠিক জোনের মধ্যে থাকতে সাহায্য পেতেন৷ তিনি বলেছেন প্রতিটা বলের আগেই ওঁ নমঃ শিবায় মন্ত্রটি উচ্চারণ করেন৷
এর উত্তরে গম্ভীর জানান তিনিও নেপিয়ারে ইনিংস খেলার সময় হনুমান চালিশা জপ করতেন৷ ২০০৯ সালে নিউজিল্যান্ড সফরে ৪৩৬ বলে ১৩৭ রানের লড়াকু ইনিংস খেলেছিলেন৷ সেই সময়ে তাঁকে জোনে থাকতে অর্থাৎ মনযোগ ধরে রাখতে সাহায্য করেছিল৷
এর উত্তরে গম্ভীর জানান তিনিও নেপিয়ারে ইনিংস খেলার সময় হনুমান চালিশা জপ করতেন৷ ২০০৯ সালে নিউজিল্যান্ড সফরে ৪৩৬ বলে ১৩৭ রানের লড়াকু ইনিংস খেলেছিলেন৷ সেই সময়ে তাঁকে জোনে থাকতে অর্থাৎ মনযোগ ধরে রাখতে সাহায্য করেছিল৷
বিরাট কোহলি ও গৌতম গম্ভীর স্লেজিং নিয়েও আলোচনা করেন তাঁরা৷ এই আলোচনায় বিরাট কোহলি গম্ভীরকে জিজ্ঞাসা করেন যে স্লেজিং যখন হয় তখন তিনি কি তাতে মনোসংযোগ ধরে রাখতে পারেন নাকি তাতে মনোসংযোগ বিঘ্নিত হয়?
বিরাট কোহলি ও গৌতম গম্ভীর স্লেজিং নিয়েও আলোচনা করেন তাঁরা৷ এই আলোচনায় বিরাট কোহলি গম্ভীরকে জিজ্ঞাসা করেন যে স্লেজিং যখন হয় তখন তিনি কি তাতে মনোসংযোগ ধরে রাখতে পারেন নাকি তাতে মনোসংযোগ বিঘ্নিত হয়?
এর উত্তরে গৌতম গম্ভীর বলেন এই ধরণের পরিস্থিতিতে বিরাট আরও বেশিবার পড়েছেন, তাই তিনি এই প্রশ্নের উত্তর আরও ভাল দিতে পারবেন৷ এতে বিরাট হাসতে হাসতে বলেন যে তিনি এই বিষয়ে কারোর সহমত চাইছেন, তিনি আরও বলেন এটা ভুল নয় তিনি জানেন৷
এর উত্তরে গৌতম গম্ভীর বলেন এই ধরণের পরিস্থিতিতে বিরাট আরও বেশিবার পড়েছেন, তাই তিনি এই প্রশ্নের উত্তর আরও ভাল দিতে পারবেন৷ এতে বিরাট হাসতে হাসতে বলেন যে তিনি এই বিষয়ে কারোর সহমত চাইছেন, তিনি আরও বলেন এটা ভুল নয় তিনি জানেন৷