Virat Kohli Records: ব্যাটে দিচ্ছেন সমালোচকদের জবাব! কেকেআরের বিরুদ্ধে জোড়া রেকর্ড কোহলির

বিরতির পর ক্রিকেটে ফিরে সেই একই চেনা ছন্দে বিরাট কোহলি। পঞ্জাবের পর কেকেআরের বিরুদ্ধেও হাফ সেঞ্চুরি করেছেন তিনি।
বিরতির পর ক্রিকেটে ফিরে সেই একই চেনা ছন্দে বিরাট কোহলি। পঞ্জাবের পর কেকেআরের বিরুদ্ধেও হাফ সেঞ্চুরি করেছেন তিনি।
কেকেআরের বিরুদ্ধে আরসিবি হারলেও ৫৯ বলে ৮৩ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন বিরাট কোহলি। একইসঙ্গে গড়েছেন জোড়া রেকর্ড।
কেকেআরের বিরুদ্ধে আরসিবি হারলেও ৫৯ বলে ৮৩ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন বিরাট কোহলি। একইসঙ্গে গড়েছেন জোড়া রেকর্ড।
বিরাট কোহলি যে দুটি রেকর্ড গড়েছেন সেই দুটিই ছয় মারার নিরিখে। কেকেআরের বিরুদ্ধে বিরাট কোহলির ব্যাট থেকে এসেছে মোট চারটি ছয়।
বিরাট কোহলি যে দুটি রেকর্ড গড়েছেন সেই দুটিই ছয় মারার নিরিখে। কেকেআরের বিরুদ্ধে বিরাট কোহলির ব্যাট থেকে এসেছে মোট চারটি ছয়।
আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি ছয় মারার নিরিখে এমএস ধোনিকে টপকে চার নম্বরে উঠে এলেন কোহলি। কেহলির আইপিএলে মোট ছয় হল ২৪১টি।
আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি ছয় মারার নিরিখে এমএস ধোনিকে টপকে চার নম্বরে উঠে এলেন কোহলি। কেহলির আইপিএলে মোট ছয় হল ২৪১টি।
এমএস ধোনি আইিপএলে এখনও পর্যনন্ত ২৩৯টি ছয় মেরেছেন। বিরাট ধোনিকে পিছেনে ফেললেন। ৩৫৭টি ছয় মেরে শীর্ষে রয়েছেন ক্রিস গইল।
এমএস ধোনি আইিপএলে এখনও পর্যনন্ত ২৩৯টি ছয় মেরেছেন। বিরাট ধোনিকে পিছেনে ফেললেন। ৩৫৭টি ছয় মেরে শীর্ষে রয়েছেন ক্রিস গইল।
এছাড়া ২৪১ টি ছয় মেরে আরসিবির ইতিহাসে  সর্বোচ্চ ছয় স্কোরার হয়েছেন বিরাট কোহলি। টপকে গিয়েছেন গেইলের ২৪১ ও ডিভিলিয়ার্সের ২৩৮ ছক্কার নজির।
এছাড়া ২৪১ টি ছয় মেরে আরসিবির ইতিহাসে সর্বোচ্চ ছয় স্কোরার হয়েছেন বিরাট কোহলি। টপকে গিয়েছেন গেইলের ২৪১ ও ডিভিলিয়ার্সের ২৩৮ ছক্কার নজির।