সচিনের থেকেও এগিয়ে বিরাট! `এলিয়েন’ হিসেবে দেখছেন ওয়াসিম আক্রম

#লাহোর: শুধু ভারত নয়, বিশ্ব ক্রিকেটের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। একথা বহুবার বলেছেন তিনি। ওয়াসিম আক্রম মনে করেন শুধু ক্রিকেটার হিসেবে নয়, মানুষ হিসেবেও বিরাট হৃদয়ের মানুষ কোহলি। তার থেকে দেখে শেখা উচিত পাকিস্তানি ক্রিকেটারদের। এমনকি ওয়াসিম আক্রম কিংবদন্তি সচিন তেন্ডুলকরের থেকেও কয়েকটি জায়গায় এগিয়ে রাখতে চান বিরাট কোহলিকে। বিশেষ করে রান তাড়া করার ক্ষেত্রে সচিনের থেকে এগিয়ে বিরাট।

আরও পড়ুন – সিং ইজ কিং! জাহির, ইরফানের পর অর্শদীপকে পরবর্তী রত্ন সার্টিফিকেট কুম্বলের

যদিও হাতে বেশি শট ছিল সচিনের, কিন্তু বিরাটের ম্যাচ ফিনিশিংয়ের দক্ষতা বেশি। ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত যিনি ৭০টি সেঞ্চুরির মালিক ছিলেন, তাকে নিয়ে গত আড়াই বছরের বেশি সময় ধরে কত সমালোচনাই না হলো। অনেকেই বললেন, বিরাট কোহলি আর কখনো ফর্মে ফিরতে পারবেন না। তাকে দল থেকে বাদ দেওয়া হোক। সেই কোহলি গত এশিয়া কাপে বিধ্বংসী সেঞ্চুরি করে প্রত্যাবর্তন ঘটালেন। সবাইকে জানিয়ে দিলেন, রাজা রাজাই থাকে।

তারপর বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিপক্ষে অবিশ্বাস্য এক ইনিংস খেলে দলকে জেতালেন। ৩১ রানে ৪ উইকেট হারানো দলকে জয়ের পথে ফিরিয়েছেন কোহলি। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন হার্দিক পান্ডিয়া। প্রথম ২৫ বলে ১৩ রান করা কোহলি অপরাজি থাকেন ৫৩ বলে ৮২* রানে। ম্যাচের পর ঘোষণা করেন, এটাই তার ক্যারিয়ারের সেরা ইনিংস।

বিরাট কোহলির বন্দনায় মেতেছে পুরো ক্রিকেটবিশ্ব। পাকিস্তানের ক্রিকেটাঙ্গনও তার বাইরে নয়। দেশটির কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম যেমন কোহলিকে ‘এলিয়েন’ বলে ঘোষণা করলেন! সুলতান অব সুইং খ্যত ওয়াসিম আকরাম বলেছেন, সে (কোহলি) আমাদের মাঝেই ঘুরে বেড়ানো একজন এলিয়েন।

সাম্প্রতিক কালে কিংবা আধুনিক গ্রেটদের মধ্যে অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে আমি তাকে দেখি। ১৫ বছর ধরে সে রান করেই যাচ্ছে। আর রান তাড়ায় কোহলির গড় সবার সেরা। ওয়াসিম মনে করেন তাদের জেনারেশনে বিরাট কোহলি খেললেও সফল হতেন। গ্রেট ক্রিকেটাররা সব জেনারেশনেই মানিয়ে নিতে পারেন। বিরাট সেই ক্যাটাগরিতে পড়েন।