বিরাট কোহলি জানিয়েছেন, তিনি ক্রিকেটার না হলে ব্যবসায়ী হতেন। তবে কোহলি আবার এটাও বলেছেন, তিনি ব্যবসা ব্যাপারটা সেভাবে বোঝেন না।

Virat Kohli RCB vs GT: স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা, ম্যাচ জিতিয়ে একহাত নিলেন কোহলি

হায়দরাবাদের বিরুদ্ধে ৪৩ বলে ৫১ করে ধীরে ব্যাটিংয়ের জন্য সমালোচনার মুখে পড়েছিলেন বিরাট কোহলি। সব সমালোচনার জবাব দিলেন গুজরাতের বিরুদ্ধে ম্যাচ জিতিয়ে। বিরাটের ৪৪ বলে অপরাজিত ৭০ এবং জ্যাকসের অপরাজিত ৪১ বলে ১০০ রানের উপর ভর করে ৪ ওভার বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আরও খবর: বৌদিকে ধর্ষণ দেওরের, শুনে স্ত্রীকে দুষে স্বামী বললেন, ‘তুমি আমার বৌ না’

গুজরাতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ২০০ রান করে গুজরাত। জবাবে ব্যাট করতে নেমে  মাত্র ১ উইকেট  হারিয়ে ১৬ ওভারেই ২০৬ তুলে দেয় বেঙ্গালুরু। বিরাটের ৪৪ বলে ৭০ রানের ঝোড়ো ইনিংস সাজানো ছিল ৬টি চার এবং ৩টি ছয় দিয়ে, স্ট্রাইক রেট ছিল ১৫৯.০৯।

আরও খবর: টাকার উপর শুয়ে আছেন রাজনৈতিক নেতা, লোকসভা নির্বাচনের মধ্যেই ভাইরাল ছবি

ম্যাচ জিতিয়ে বিরাট কোহলি বলেন, “আমার মনে হয়, যারা আমার স্ট্রাইক রেট নিয়ে কথা বলছে এবং আমি স্পিন ভাল খেলতে পারি না বলছে, তারা শুধু সমালোচনাই করতে পারে। কিন্তু আমি আমার কাজটা ভাল বুঝি, আমার কাছে দলের জন্য ম্যাচ জেতা অনেক বেশি গুরুত্বপূর্ণ।” প্রসঙ্গত, ১০ ম্যাচে ৫০০ রান করে কমলা টুপির মালিক এখনও বিরাট কোহলি, দ্বিতীয় স্থানে সঞ্জু স্যামসাং।