Virat Kohli slow batting against SRH: পাওয়ারপ্লে শেষ হতেই হায়দরাবাদের বিরুদ্ধে ব্যাটের ঝাঁঝ উধাও কোহলির, স্লো ব্যাটিং নিয়ে সমালোচনা প্রাক্তন ক্রিকেটার

কলকাতা: হায়দরাবাদের বিরুদ্ধে টানা পাঁচ ম্যাচ হারের পর জয়ের মুখ দেখেছে আরসিবি, স্বস্তির হাসি দেখা গিয়েছে কোহলি, ডু প্লেসির মুখে। তবুও এ দিন ভাল শুরু করেও পাওয়ারপ্লে শেষ হয়ে যাওয়ার পর কোহলির স্লো ব্যাটিং নিয়ে প্রশ্ন তুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার।

হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম থেকেই ভাল শুরু করেছিলেন বিরাট কোহলি। প্রথম ১৮ বলে ঝোড়ো ব্যাটিং করে ৩২ রান করেন, কিন্তু পাওয়ারপ্লে শেষের পরেই ব্যাটিংয়ের ঝাঁঝ কমে যায় বিরাটের। যখন রান তোলার দরকার ছিল, তখন শেষ ১৯ বলে মাত্র ২৫ রান করেন। স্ট্রাইক রোটেট করে স্কোরবোর্ড সচল রাখলেও ৪৩ বলে মাত্র ৫১ রানের ইনিংস নিয়ে সমালোচনা করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অজয় জাডেজা।

আরও পড়ুন: আইপিএলের মাঝেই ০ রান দিয়ে ৭ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড, অবাক ক্রিকেট দুনিয়া

জিও সিনেমাকে জাডেজা বলেন, “ম্যাচের শুরুর দিকে প্রথম ১১-১২ বলে বিরাট যখন ২৪ রান করলেন তখন মনে হয়েছিল এসআরএইচ যেমন সবার বিরুদ্ধে আক্রমণাত্মক খেলছে, তেমনই আরসিবি এই ম্যাচে করবে। কিন্তু পাওয়ারপ্লে শেষ হওয়ার পরেই রানের গতি কমিয়ে দেন বিরাট, মনে হয় দুটো উইকেট পড়ে যাওয়ার জন্য।”

আরও পড়ুন: পঞ্জাবের বিরুদ্ধে কেকেআরের একাদশে বড় বদল! থাকতে পারে মহাচমক, জানুন বিস্তারিত

যদিও ২০২৬ সালের পরে চলতি বছরেই সর্বোচ্চ স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন বিরাট। ২০২৪ সালে এখনও পর্যন্ত ১৪৫.৭৬ স্ট্রাইক রেটে ২৯৫ বলে ৪৩০ রান করেছেন বিরাট। গত বছর বিরাটের স্ট্রাইক রেট ছিল ১৪০-এর কাছাকাছি। ২০২৬ সালে অবশ্য় স্বপ্নের ফর্মে ছিলেন কোহলি, ১৫২.০৩ স্ট্রাইক রেটে ৬৪০ বলে ৯৭৩ রান করেন বিরাট কোহলি।