WhatsApp Shutting Down In India: ভারতে বন্ধ হবে হোয়াটসঅ্যাপ? দিল্লি হাইকোর্টে বড় সতর্কতা দিল সংস্থা, কেন এই বিশাল সিদ্ধান্ত

তা হলে কি সত্যিই ভারতে পরিষেবা বন্ধ করে দিতে চলেছে হোয়াটসঅ্যাপ? এমনই এক পরিস্থিতি তৈরি হয়েছে৷ দিল্লি হাইকোর্টে হওয়া একটি মামলায় এই কথা জানিয়েছে এই সংস্থার মালিক সংস্থা মেটা! কিন্তু কেন এই পরিস্থিত তৈরি হতে চলেছে ভারতে?
তা হলে কি সত্যিই ভারতে পরিষেবা বন্ধ করে দিতে চলেছে হোয়াটসঅ্যাপ? এমনই এক পরিস্থিতি তৈরি হয়েছে৷ দিল্লি হাইকোর্টে হওয়া একটি মামলায় এই কথা জানিয়েছে এই সংস্থার মালিক সংস্থা মেটা! কিন্তু কেন এই পরিস্থিত তৈরি হতে চলেছে ভারতে?
ভারতের তথ্যপ্রযুক্তি আইনের বিশেষ কিছু বিষয় আছে৷ সেগুলির ভিত্তিতে বলা হয়েছিল, নিরাপত্তার স্বার্থে এই সমস্ত মেসেজিং অ্যাপের চ্যাটের তথ্যের নাগাল কখনও কখনও পেতে হয় সংস্থাকে৷ কিন্তু এন্ড-টু-এন্ড এনক্রিপশন থাকায় সেটি সম্ভব হয় না৷
ভারতের তথ্যপ্রযুক্তি আইনের বিশেষ কিছু বিষয় আছে৷ সেগুলির ভিত্তিতে বলা হয়েছিল, নিরাপত্তার স্বার্থে এই সমস্ত মেসেজিং অ্যাপের চ্যাটের তথ্যের নাগাল কখনও কখনও পেতে হয় সংস্থাকে৷ কিন্তু এন্ড-টু-এন্ড এনক্রিপশন থাকায় সেটি সম্ভব হয় না৷
আদালতে সেই কারণে এই সমস্ত মেসেজিং অ্যাপের এনক্রিপশন বাতিল করা নিয়ে কথা ওঠে৷ আদালতের তরফ থেকে সেই নিয়ে হোয়াটসঅ্যাপের মতামত জানতে চাওয়া হয়৷ মেটি সংস্থার মালিকানাধীন এই সংস্থার আইনজীবী তখন আদালতে বিস্ফোরক দাবি করেন৷
আদালতে সেই কারণে এই সমস্ত মেসেজিং অ্যাপের এনক্রিপশন বাতিল করা নিয়ে কথা ওঠে৷ আদালতের তরফ থেকে সেই নিয়ে হোয়াটসঅ্যাপের মতামত জানতে চাওয়া হয়৷ মেটি সংস্থার মালিকানাধীন এই সংস্থার আইনজীবী তখন আদালতে বিস্ফোরক দাবি করেন৷
তিনি বলেন, ভারতে যদি কোনও কারণে হোয়াটসঅ্যাপের এন্ড-টু-এন্ড এনক্রিপশন বন্ধ করতে হয়, তা হলে ভারত থেকে তাদের পরিষেবা গুটিয়ে নিয়ে বাধ্য হবে সংস্থা৷ আর সেই কারণেই ভারত ছাড়তে হবে সংস্থাকে৷
তিনি বলেন, ভারতে যদি কোনও কারণে হোয়াটসঅ্যাপের এন্ড-টু-এন্ড এনক্রিপশন বন্ধ করতে হয়, তা হলে ভারত থেকে তাদের পরিষেবা গুটিয়ে নিয়ে বাধ্য হবে সংস্থা৷ আর সেই কারণেই ভারত ছাড়তে হবে সংস্থাকে৷
সংস্থার তরফ থেকে বলা হয়েছে, কলিং, ভিডিও কলিং ও চ্যাট দুই দিকের নিরাপত্তার বেষ্টনীতে আবধ্য৷ এ ছাড়া একটি পেমেন্ট অপশনও আনা হয়েছে৷ সেই কারণে, এখন নিরাপত্তার দিকে নজর রাখতে চায় সংস্থা৷ সেই কারণে এই নিরাপত্তার ফিচার বাদ দিতে পারবে না সংস্থা৷
সংস্থার তরফ থেকে বলা হয়েছে, কলিং, ভিডিও কলিং ও চ্যাট দুই দিকের নিরাপত্তার বেষ্টনীতে আবধ্য৷ এ ছাড়া একটি পেমেন্ট অপশনও আনা হয়েছে৷ সেই কারণে, এখন নিরাপত্তার দিকে নজর রাখতে চায় সংস্থা৷ সেই কারণে এই নিরাপত্তার ফিচার বাদ দিতে পারবে না সংস্থা৷
সংস্থার তরফ থেকে বলা হয়েছে,  পৃথিবীর অসংখ্য মানুষ হোয়াটসঅ্যাপের নিরাপত্তার কারণেই এটিকে ব্যবহার করেন৷ ভারতে মোট ৪০০ মিলিয়ন ব্যবহারকারী রয়েছেন এই অ্যাপের৷  সারা পৃথিবীতে প্রায় ১৫ বিলিয়ন ব্যবহারকারী রয়েছেন৷ সব কিছুতেই এই নিরাপত্তার ফিচার রাখতে চায় সংস্থা৷
সংস্থার তরফ থেকে বলা হয়েছে, পৃথিবীর অসংখ্য মানুষ হোয়াটসঅ্যাপের নিরাপত্তার কারণেই এটিকে ব্যবহার করেন৷ ভারতে মোট ৪০০ মিলিয়ন ব্যবহারকারী রয়েছেন এই অ্যাপের৷ সারা পৃথিবীতে প্রায় ১৫ বিলিয়ন ব্যবহারকারী রয়েছেন৷ সব কিছুতেই এই নিরাপত্তার ফিচার রাখতে চায় সংস্থা৷