বিশ্বকর্মা পুজোর দিনটিকে বিশেষ শুভ বলে গুরুত্ব দেওয়া হয়। যন্ত্রের সঙ্গে সরাসরি যুক্ত নন, এমন ব্যক্তিরাও পালন করুন দিনটি। কিছু জ্যোতিষ টোটকা পালন করলে দূর হবে সাংসারিক সমস্যা।

Viswakarma Puja Shubh Muhurt & Rituals: রাত পোহালেই বিশ্বকর্মা পুজো! শুভ মুহূর্ত কখন? সে সময় দেবতাকে কোন হলুদ জিনিস নিবেদন করলেই কাটবে বাধা, আসবে অর্থ ও সৌভাগ্যের বর্ষা? জানুন

বিশ্বকর্মা পুজোর দিনটিকে বিশেষ শুভ বলে গুরুত্ব দেওয়া হয়। যন্ত্রের সঙ্গে সরাসরি যুক্ত নন, এমন ব্যক্তিরাও পালন করুন দিনটি। কিছু জ্যোতিষ টোটকা পালন করলে দূর হবে সাংসারিক সমস্যা।
বিশ্বকর্মা পুজোর দিনটিকে বিশেষ শুভ বলে গুরুত্ব দেওয়া হয়। যন্ত্রের সঙ্গে সরাসরি যুক্ত নন, এমন ব্যক্তিরাও পালন করুন দিনটি। কিছু জ্যোতিষ টোটকা পালন করলে দূর হবে সাংসারিক সমস্যা।

 

এ বছর ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭.৪৭ মিনিেট কন্যারাশিতে প্রবেশ করবে সূর্য। কিন্তু রাতে বিশ্বকর্মাপুজো করা হয় না। তাছাড়া উদয় তিথি অনুযায়ী বিশ্বকর্মা পুজোর দিন হল ১৭ সেপ্টেম্বর। পুজোর শুভ মুহূর্ত হল সকাল ১১.০৮ থেকে দুপুর ১.৪৩ পর্যন্ত।
এ বছর ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭.৪৭ মিনিেট কন্যারাশিতে প্রবেশ করবে সূর্য। কিন্তু রাতে বিশ্বকর্মাপুজো করা হয় না। তাছাড়া উদয় তিথি অনুযায়ী বিশ্বকর্মা পুজোর দিন হল ১৭ সেপ্টেম্বর। পুজোর শুভ মুহূর্ত হল সকাল ১১.০৮ থেকে দুপুর ১.৪৩ পর্যন্ত।

 

বিশ্বকর্মা পুজোর দিন করুন কিছু বিশেষ কাজ। তাঁকে নিবেদন করুন বিশেষ জিনিস। তাহলে দূর হবে বাধা বিঘ্ন। জীবনে আসবে অর্থবর্ষা ও সৌভাগ্যের ঢেউ। বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট।
বিশ্বকর্মা পুজোর দিন করুন কিছু বিশেষ কাজ। তাঁকে নিবেদন করুন বিশেষ জিনিস। তাহলে দূর হবে বাধা বিঘ্ন। জীবনে আসবে অর্থবর্ষা ও সৌভাগ্যের ঢেউ। বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট।

 

প্রচলিত বিশ্বাস, বিশ্বকর্মা পুজোর দিন ব্রহ্মমুহূর্তে পুণ্যনদীতে স্নান করলে জীবনে অর্থাভাব থাকে না। বাড়িতে সুখশান্তির পরিবেশ বজায় থাকে।
প্রচলিত বিশ্বাস, বিশ্বকর্মা পুজোর দিন ব্রহ্মমুহূর্তে পুণ্যনদীতে স্নান করলে জীবনে অর্থাভাব থাকে না। বাড়িতে সুখশান্তির পরিবেশ বজায় থাকে।

 

বিশ্বকর্মা পুজোয় দেবতার বিগ্রহের সামনে রাখুন জলপূর্ণ কলস। তাঁকে নিবেদন করুন ফল, ফুলমালা, চন্দনকাঠ, পানসুপারি এবং হলুদ সর্ষে। তাহলে চলার পথ থেকে সরবে বাধাবিঘ্ন।
বিশ্বকর্মা পুজোয় দেবতার বিগ্রহের সামনে রাখুন জলপূর্ণ কলস। তাঁকে নিবেদন করুন ফল, ফুলমালা, চন্দনকাঠ, পানসুপারি এবং হলুদ সর্ষে। তাহলে চলার পথ থেকে সরবে বাধাবিঘ্ন।