Washing Hacks: গরমে কাপড়ে ঘামের ‘জেদি’ দাগ তুলতে নাজেহাল? ওয়াশিং মেশিন ফেল, ঘরোয়া ‘এই’ উপায়গুলোতে দাগ উবে যাবে

তীব্র প্যাঁচপ্যাঁচে গরমে ঘামের সমস্যা৷ আর এই ঘাম থেকেই গায়ে দুর্গন্ধ এবং জামায় ছোপ ছোপ দাগ পড়ে৷ ঘামের দাগ জামায় এতটা কড়া হয় যে এই দাগ ওঠাতে খুবই সমস্যা হয়৷ দামী ওয়াশিং মেশিনেও হচ্ছে না কাজ৷
তীব্র প্যাঁচপ্যাঁচে গরমে ঘামের সমস্যা৷ আর এই ঘাম থেকেই গায়ে দুর্গন্ধ এবং জামায় ছোপ ছোপ দাগ পড়ে৷ ঘামের দাগ জামায় এতটা কড়া হয় যে এই দাগ ওঠাতে খুবই সমস্যা হয়৷ দামী ওয়াশিং মেশিনেও হচ্ছে না কাজ৷
সঠিকভাবে ধোয়া হলেও অনেক সময় জামার কলার বা কোমর, বুকের কাছে ঘামের দাগ উঠতে চায় না৷ কীভাবে সম্পূর্ণরূপে তুলবেন ঘামের দাগ, এমন কিছু হ্যাকস সম্পর্কেই জানাব আপনাদের৷
সঠিকভাবে ধোয়া হলেও অনেক সময় জামার কলার বা কোমর, বুকের কাছে ঘামের দাগ উঠতে চায় না৷ কীভাবে সম্পূর্ণরূপে তুলবেন ঘামের দাগ, এমন কিছু হ্যাকস সম্পর্কেই জানাব আপনাদের৷
ঘামের দাগের পাশাপাশি দুর্গন্ধও হয়। সাদা ভিনেগার দাগ দূর করার পাশাপাশি দুর্গন্ধও দূর করতে সাহায্য করে। একটি স্প্রে বোতলে আধা জল এবং আধা সাদা ভিনেগার মিশিয়ে নিন। দাগের উপর স্প্রে করুন, ১০ মিনিট রেখে দিন৷ তারপর পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন।
ঘামের দাগের পাশাপাশি দুর্গন্ধও হয়। সাদা ভিনেগার দাগ দূর করার পাশাপাশি দুর্গন্ধও দূর করতে সাহায্য করে। একটি স্প্রে বোতলে আধা জল এবং আধা সাদা ভিনেগার মিশিয়ে নিন। দাগের উপর স্প্রে করুন, ১০ মিনিট রেখে দিন৷ তারপর পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন।
প্রতিটি বাড়িতে বেকিং সোডা থাকে৷ ঘামের দাগ দূর করতে বেকিং সোডা খুবই কার্যকর। দাগের জায়গায় সামান্য বেকিং ৩০ মিনিট ছিটিয়ে দিন৷ এরপর ব্রাশ দিয়ে হালকা ঘষে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিন।
প্রতিটি বাড়িতে বেকিং সোডা থাকে৷ ঘামের দাগ দূর করতে বেকিং সোডা খুবই কার্যকর। দাগের জায়গায় সামান্য বেকিং ৩০ মিনিট ছিটিয়ে দিন৷ এরপর ব্রাশ দিয়ে হালকা ঘষে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিন।
লেবুর রসও প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে৷ ঘামের দাগ দূর করে অনায়াসে৷ দাগের জায়গায় ১৫ মিনিট লাগিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিন৷ তবে খুব গাঢ় রঙের পোশাকের জন্য লেবুর রস ব্যবহার করবেন না৷
লেবুর রসও প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে৷ ঘামের দাগ দূর করে অনায়াসে৷ দাগের জায়গায় ১৫ মিনিট লাগিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিন৷ তবে খুব গাঢ় রঙের পোশাকের জন্য লেবুর রস ব্যবহার করবেন না৷
বরফ ঘামের দাগ কমাতেও সাহায্য করে। দাগের উপর এক টুকরো বরফ ঘষে নিন। দাগ উঠে যাবে৷
বরফ ঘামের দাগ কমাতেও সাহায্য করে। দাগের উপর এক টুকরো বরফ ঘষে নিন। দাগ উঠে যাবে৷
ঘামে হাল্কা তেল থাকে। কর্নস্টার্চ তেল শুষে নেয়, দাগ সহজে উঠে দেয়৷ দাগের উপর পুরু করে কর্নস্টার্চ লাগিয়ে সারারাত রেখে দিন। সকালে একটি ব্রাশ দিয়ে কর্নস্টার্চ মুছে ফেলুন। Disclamer: এই মতামত News18বাংলার নিজস্ব মত নয়৷ প্রচলিত ধারণার ভিত্তিতেই এই প্রতিবেদন৷ সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷
ঘামে হাল্কা তেল থাকে। কর্নস্টার্চ তেল শুষে নেয়, দাগ সহজে উঠে দেয়৷ দাগের উপর পুরু করে কর্নস্টার্চ লাগিয়ে সারারাত রেখে দিন। সকালে একটি ব্রাশ দিয়ে কর্নস্টার্চ মুছে ফেলুন। Disclamer: এই মতামত News18বাংলার নিজস্ব মত নয়৷ প্রচলিত ধারণার ভিত্তিতেই এই প্রতিবেদন৷ সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷