#IPL2020 : আইপিএলের আগেই আগুন ছোটাচ্ছেন এই তারকা, ভাইরাল ভিডিও দেখে সাবধান হন বিপক্ষরা

#লন্ডন:  খাতায়-কলমে আর ৬ দিন,কিন্তু ক্রিকেট ভক্তকূলের বোধহয় আর সেই তরটাও সইছে না৷ আইপিএলের (IPL 2020) প্রতীক্ষায় বুঁদ হয়ে রয়েছেন তাঁরা৷ কোন দলের কি শক্তি, কী দুর্বলতা তা নিয়ে অঙ্ক -বিশ্লেষণ শুরু হয়ে  গেছে৷ এদিকে ফ্যানদের মধ্যে যেরকম তৎপরতা, ক্রিকেটারদের মধ্যেও সেই রকমই জোশ৷ বেশ কয়েকমাস সকলেই পেশাদার ক্রিকেট থেকে দূরে ছিলেন এই অবস্থায় গত ২ মাস ধীরে ধীরে খুলেছে বিশ্ব ক্রিকেট৷ তারকারাও সকলেই ফর্মে আসতে শুরু করেছেন৷ এরইমধ্যে বেশ কয়েকটি দলের বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছে ইংল্যান্ড৷ এই মুহূর্তে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলছে একদিনের সিরিজ৷ ইংল্যান্ডের ক্রিকেটারে জোফ্রা আর্চার (Jofra Archer)  এবার রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন৷ তিনি যে ফর্মের ঝলক দেখাচ্ছেন তা একেবার ঝলসে দেওয়ার মতো৷

রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের সময় তিনি এমন একটা বাউন্সার দিয়েছেন যা দেখে চমকে উঠেছেন সকলেই৷ অজি ক্রিকেটার মার্ক স্টোয়ানিসের অবস্থা সোজা ভাষায় ‘আত্মারাম খাঁচা ছাড়া’৷ আর্চারের বোলিংয়ের কোনও উত্তর নেই৷

জোফ্রা আর্চার এই বল ৪ নম্বর ওভারে এসেছিল৷ ৪ ওভারের পঞ্চম বলে আর্চার জবরদস্ত বাউন্সার দিয়েছিলেন৷ সেই বল স্টোয়ানিসের মুখে চলে গিয়েছিল৷ এই বাউন্সার থেকে বাঁচতে নিজের মুখের সামনে ব্যাট ধরেন৷ এরফলে বল হাওয়ায় উড়ে যায়৷ আর্চারের বলের গতি ছিল ১৪৪ কিলোমিটার-পাশাপাশি বলে প্রচণ্ড উঁচুতে উঠে যায়৷ স্টোয়ানিস ক্রিজে আটকে যান৷ তাঁর কাছে বাঁচার আর কোনও উপায় ছিল না৷

আর্চারের এই বলের সময় কমেন্ট্রি করেছিলেন প্রাক্তন ইংলিশ কমেন্টেটার নাসির হুসেন৷ তিনিও এই বল দেখে চমকে ওঠেন৷ তিনি বলেছেন এই বল পৃথিবীর কোনও ক্রিকেটারই খেলতে পারতেন না৷

শুধু স্টোয়ানিস নয় অজি ওপেনার ডেভিড ওয়ার্নারকেও আর্চার নিজের দুরন্ত বোলিংয়ে শিকার করেন৷ শর্ট লেংথ বলের কোনও উত্তর তুখোড় ওয়ার্নারের কাছে ছিল না৷ এই ক্যাচ নেন জোস বাটলার৷ এই সিরিজে চতুর্থবার তিনি ওয়ার্নারকে আউট করলেন৷