সদর হাসপাতালে জলের সমস্যা

Purulia News : জলের সমস্যা পুরুলিয়া সদর হাসপাতালে , সমাধান করতে এগিয়ে এল পৌরসভা!

পুরুলিয়া : গরম পড়তে না পড়তে পুরুলিয়া জেলাতে জলের সমস্যা দেখা দিয়েছে সর্বত্র। এমনিতেই জেলা পুরুলিয়ায় কমবেশি সারা বছরই জলের সমস্যা থাকে। গ্ৰীষ্ণের দিনে সমস্যাটা আরও খানিকটা বেড়ে যায়। তীব্রমাত্রায় গরম পড়ার কারণে প্রতিবছরই এই জেলার জলের প্রধান উৎস কাঁসাই নদীর জল প্রায় শুকিয়ে যায়। আর তাতেই জলকষ্ট অনেক গুণ বেড়ে যায় শহর পুরুলিয়ায়। ‌ এ বছরও গরমের মাত্রা অনেকখানি বেশি রয়েছে। ‌ তাই এখন থেকেই জলকষ্ট শুরু হয়েছে কম বেশি বিভিন্ন জায়গাতে।

পুরুলিয়া পৌরসভা সমস্ত দিক থেকেই শহরবাসীদের পরিষেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। এবার জলের সমস্যা দেখা দিল পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতালে।‌ রীতিমত সমস্যায় পড়তে হয়েছে রোগী সহ রোগীর আত্মীয়দের। রবিবার এ সমস্যা বিরাট আকার ধারণ করে। জল সরবরাহ প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যায় হাসপাতালে। ঘটনার খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যান পুরুলিয়া পৌরসভার পৌর প্রধান নবেন্দু মহালি।

আরও পড়ুন : মাত্র ১০ টাকা খরচেই মিলবে স্বস্তি, আরাম! লু-এর বিরুদ্ধে লড়াইে এই পানীয় মহৌষধি

এ বিষয়ে পৌর প্রধান বলেন , ফায়ার ব্রিগেড থেকে হাসপাতালে যে জলের লাইন রয়েছে কোনও কারণে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যার ফলে হাসপাতালে জল সরবরাহ বন্ধ হয়ে যায়। জেলার সব থেকে গুরুত্বপূর্ণ এই হাসপাতাল। এখানে জল সরবরাহ বন্ধ হয়ে গেলে বিপাকে পড়তে হবে রোগীদের। খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি এখানে জল সরবরাহের ব্যবস্থা করা হয় পৌরসভার পক্ষ থেকে। রোগীদের যাতে কোনও অসুবিধা না হয় সেই কারণেই এই ব্যবস্থা করা হয়েছিল।

আরও পড়ুন : মোষের পিঠে চেপে মনোনয়ন পেশ কুড়মি প্রার্থী অজিতের! রইল ভিডিও

পুরুলিয়ার দেবেন মাহাতো সদর হাসপাতাল জেলার অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতাল। এই হাসপাতালে বহু দূর দুরান্ত থেকে রোগীরা আসেন চিকিৎসা করাতে। শুধু জেলা পুরুলিয়া নয় ভিন জেলা থেকেও এই হাসপাতালে রোগীদের ভিড় জমে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

গুরুত্বপূর্ণ এই জায়গায় জলের সমস্যা দেখা দেওয়ায় বেশ কিছুক্ষণের জন্য বিপাকে পড়তে হয়েছিল কমবেশি সকলকেই । পৌরসভার উদ্যোগে এই সমস্যা দ্রুত সমাধান হয়ে যায়।

শর্মিষ্ঠা ব্যানার্জি