জলপাইগুড়ির সিপিএম প্রার্থী দেবরাজ বর্মণ। ইংরাজিতে স্নাতক, ছিপছিপে চেহারার দেবরাজই উত্তরে বামেদের নতুন মুখ।

WB Lok Sabha Election Phase 1 Voting: হাওয়া বুঝতেই লাইনে হাজির CPIM প্রার্থী! ভোটের সকালটা উত্তরের বাম মুখ দেবরাজেরই

জলপাইগুড়ির সিপিএম প্রার্থী দেবরাজ বর্মণ। ইংরাজিতে স্নাতক, ছিপছিপে চেহারার দেবরাজই উত্তরে বামেদের নতুন মুখ।
জলপাইগুড়ির সিপিএম প্রার্থী দেবরাজ বর্মণ। ইংরাজিতে স্নাতক, ছিপছিপে চেহারার দেবরাজই উত্তরে বামেদের নতুন মুখ।
সকাল সকাল নিজের কেন্দ্রে ভোট দিলেন দেবরাজ। লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার পর ক্যামেরার সামনে দিলেন পোজ।
সকাল সকাল নিজের কেন্দ্রে ভোট দিলেন দেবরাজ। লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার পর ক্যামেরার সামনে দিলেন পোজ।
জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের নতুন বাম মুখ দেবরাজের বডি ল্যাঙ্গুয়েজে আত্মবিশ্বাস।
জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের নতুন বাম মুখ দেবরাজের বডি ল্যাঙ্গুয়েজে আত্মবিশ্বাস।
তাঁর ৩৬ বছরের জীবনে গ্রাম পঞ্চায়েত, পুরসভা এবং বিধানসভা ভোটে অতীতে প্রার্থী হওয়ার কোনও অভিজ্ঞতা নেই। ভোট প্রচারের সময় সে কথা নিজেও মেনে নিয়েছেন দেবরাজ।
তাঁর ৩৬ বছরের জীবনে গ্রাম পঞ্চায়েত, পুরসভা এবং বিধানসভা ভোটে অতীতে প্রার্থী হওয়ার কোনও অভিজ্ঞতা নেই। ভোট প্রচারের সময় সে কথা নিজেও মেনে নিয়েছেন দেবরাজ।
তাঁর নিজেরই বক্তব্য, এ যেন কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল না খেলেই সরাসরি ফাইনালে ম্যাচে মাঠে নামা।
তাঁর নিজেরই বক্তব্য, এ যেন কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল না খেলেই সরাসরি ফাইনালে ম্যাচে মাঠে নামা।
জলপাইগুড়ি শহর ডিওয়াইএফওয়াইয়ের সভাপতির রাজনৈতিক অভিজ্ঞতা বলতে ২০০৭-০৮ সালে জেলার আনন্দচন্দ্র কলেজে এসএফআই পরিচালিত ছাত্র সংসদের সাধারণ সম্পাদক। এখন যুব সংগঠনের জেলা কমিটির সদস্য আর সিপিএমের এরিয়া কমিটির সদস্য।
জলপাইগুড়ি শহর ডিওয়াইএফওয়াইয়ের সভাপতির রাজনৈতিক অভিজ্ঞতা বলতে ২০০৭-০৮ সালে জেলার আনন্দচন্দ্র কলেজে এসএফআই পরিচালিত ছাত্র সংসদের সাধারণ সম্পাদক। এখন যুব সংগঠনের জেলা কমিটির সদস্য আর সিপিএমের এরিয়া কমিটির সদস্য।
জলপাইগুড়ির রাজগঞ্জের সাহুডাঙ্গী হাট পিকে রায় হাইস্কুলের ইংরেজির শিক্ষক দেবরাজ ও তাঁর সঙ্গীদের ভোট প্রচারে মূল ইস্যুই রাজ্যজুড়ে তৃণমূল সরকারের আমলে নিয়োগ দুর্নীতি।
জলপাইগুড়ির রাজগঞ্জের সাহুডাঙ্গী হাট পিকে রায় হাইস্কুলের ইংরেজির শিক্ষক দেবরাজ ও তাঁর সঙ্গীদের ভোট প্রচারে মূল ইস্যুই রাজ্যজুড়ে তৃণমূল সরকারের আমলে নিয়োগ দুর্নীতি।
এদিন কোচবিহারে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন ১০২ বছরের এক বৃদ্ধ। রামেন্দ্র বর্মণ সরাসরি ক্যামেরার জানান, তিনি যতদিন বাঁচবেন ততদিন পর্যন্ত এভাবেই ভোট দেবেন। এছাড়া ভবিষ্যৎ প্রজন্মকে ভোট দানে উৎসাহ দেবেন।
এদিন কোচবিহারে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন ১০২ বছরের এক বৃদ্ধ। রামেন্দ্র বর্মণ সরাসরি ক্যামেরার জানান, তিনি যতদিন বাঁচবেন ততদিন পর্যন্ত এভাবেই ভোট দেবেন। এছাড়া ভবিষ্যৎ প্রজন্মকে ভোট দানে উৎসাহ দেবেন।