মাধ্যমিকে অষ্টম কৃষ্ণনগরের ঋদ্ধি মল্লিক 

WBBSE Madhyamik Result 2024: ‘বাবা ঘুম থেকে তুলে জানালেন….’ ৫-৬ ঘণ্টা পড়েই মাধ্যমিকে অষ্টম কৃষ্ণনগর ঋদ্ধি

কৃষ্ণনগর: ৬৮৬ নম্বর পেয়ে রাজ্যে অষ্টম নদিয়ার কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের ছাত্র ঋদ্ধি মল্লিক। দিনে পাঁচ থেকে ছয় ঘণ্টা পড়াশোনা করত বলে জানিয়েছে সে। পাশাপাশি তার নেশা গেম খেলা এবং ছবি আঁকা। মেডিক্যাল নিয়ে পড়াশোনা করে ডাক্তার হতে চান তিনি।

ঋদ্ধির মা এবং বাবা দুজনেই শিক্ষক। ছেলের এই সাফল্যে খুবই খুশি তার মা-বাবা,  আত্মীয়-স্বজন। ইতিমধ্যেই একের পর এক ফোন আসতে শুরু করেছে। ঋদ্ধি জানায়, “আমি সাড়ে আটটা পর্যন্ত ঘুমোচ্ছিলাম। এরপর ঘুম থেকে মা বাবা ডেকে জানায় তুই অষ্টম হয়েছিস। সবাই ফোন করে শুভেচ্ছা বার্তা জানাচ্ছে। ভাল তো লাগছেই।”

আরও পড়ুন:   ৮০ দিনের মাথায় মাধ্যমিক ২০২৪-এর রেজাল্ট আউট, কেমন হল ফলাফল? দেখুন এখানে

২ মে, বৃহস্পতিবার প্রকাশিত হল ২০২৪-এর মাধ্যমিক ফলাফল। এ বার ৮০ দিনের মাথায় ফল প্রকাশ করা হয়েছে। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। চলতি বছরে উত্তীর্ণ হয়েছে ৭,৬৫,২৫২ জন। এ বছরের পরীক্ষায় ৭টি কম্পালসরি বিষয় এবং ৪৭টি ঐচ্ছিক বিষয় ছিল। পাশের হার বৃদ্ধি পেয়ে হয়েছে ৮৬.৩১ শতাংশ। ২০২৩-এ এই হার ছিল ৮৬.১৫ শতাংশ। প্রথম দশে রয়েছে ৫৭ জন পরীক্ষার্থী। রইল সবিস্তার মেধাতালিকা। মেধাতালিকায় পুরুষ পরীক্ষার্থীর সংখ্যা ৪৫ জন, মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ১২ জন।