মহম্মদ শামি ও তাঁর মা

WC 2023 Final Mohammed Shami: শামির স্বপ্নপূরণ হল না! বিশ্বকাপ ফাইনালে মা এলেন না, নিয়ে যেতে হল হাসপাতালে

আহমেদাবাদ: ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের মহারণ চলছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে। এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার মহম্মদ শামি। কিন্তু, ফাইনাল ম্যাচ খেলতে নামার আগে মহম্মদ শামির পরিবার থেকে এল এক চরম দুঃসংবাদ। সকালেই খবর পাওয়া গিয়েছিল এদিন আহমেদাবাদে খেলা দেখতে যাবেন শামির মা-সহ গোটা পরিবার।

নিউজ ১৮-এর আমরোহা ব্যুরো সূত্রে খবর, শামির মায়ের সঙ্গে দু’দিন আগেই কথা বললে তিনি জানিয়েছেন কয়েকদিন ধরে তিনি অসুস্থ। ভারত-অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড কাপ ফাইনাল দেখতে যাওয়ার মতো শারীরিক পরিস্থিতি নেই তাঁর। যদিও তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কিনা তা জানা যায়নি। এদিন সকালেই তাঁর রুটিং চেক-আপের জন্য চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া যায়।

আরও পড়ুন: ১৪০ কোটি দেশবাসী বিশ্বকাপের অপেক্ষায়, ঐতিহাসিক জয় চাইছেন মোদি-মমতা

শামির ছোট ভাই মহম্মদ কাইফ বাংলা দলের সদস্য। আপাতত তিনি মুম্বইতে রয়েছেন। তিনি মায়ের শারীরিক পরিস্থিতি নিয়ে কিছু জানাতে পারেননি। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে না পারার কারণে ছেলে মহম্মদ শামিকে শুভেচ্ছা জানিয়েছেন মা অঞ্জুম আরা। এএনআই-কে তিনি জানিয়েছেন, ‘দেশকে ও গর্বিত করেছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও যেন ওয়ার্ল্ড কাপ জিততে পারে’।

আরও পড়ুন: খেজুরের নামে চিনা জুজুবি ফল খাচ্ছেন না তো? কীভাবে বুঝবেন? আসল খেজুর চেনার উপায় জানুন

২০০৩ বিশ্বকাপে ভারতকে হারিয়ে বিশ্বকাপ নিয়ে দেশে ফিরেছিল অজিরা। এ বার ভারত অতীতের বদলা নিক। এই আশায় বুক বাঁধছে দেশবাসী। আজকে যেন অঘোষিত ছুটি ভারতে। রবি-দুপুরের বড় চমক বিশ্বকাপ ফাইনাল। আশা, আশঙ্কা সবকিছু সঙ্গে করেই ফাইনাল ম্যাচে চোখ ক্রিকেটপ্রেমীদের। কে হাসবে শেষ হাসি তা দেখার জন্য, অপেক্ষা করতে হবে আর কয়েক ঘণ্টা।