Dilip attacks Mamata: ‘পা দেখাতে বারমুডা পরুন’, মমতাকে বেনজির আক্রমণ দিলীপ ঘোষের

#কলকাতাঃ ‘পায়ের আঘাত দেখাতে বারমুডা (Bermuda) পরুন।’ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে এমনই নজিরবিহীন আক্রমণ শানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর সেই বিতর্কিত মন্তব্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তোলপাড় হয়ে গিয়েছে রাজ্য রাজনীতি।

বাংলায় যে কয়েকজন নেতা-নেত্রী মুখ খুলতেই বিতর্ক তৈরি হয়, তাঁদের মধ্যে প্রথম সারিতেই রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) আস্থাভাজন দিলীপ ঘোষ। গরুর দুধে সোনা-ই হোক বা বদলার রাজনীতি। তবে বিজেপি রাজ্য সভাপতির এ দিনের মন্তব্য সব বিতর্ককে ছাপিয়ে গিয়েছে। তাঁর মন্তব্যের পরে নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরা। মহিলারা একের পর এক তোপ দেগেছেন তাঁর বিরুদ্ধে। দিল্বীপ ঘোষের এ হেন মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছে রাজ্যের শাসক দলও। ঘটনার পরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Maitra) ট্যুইটার হ্যান্ডেলে দিলীপ ঘোষকে সরাসরি ‘পারভার্ট’ বলে সম্বোধন করেছেন।

সোমবার পুরুলিয়ায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ভাইরাল হওয়া ভিডিও অনুযায়ী সেই জনসভায় দিলীপ ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রী এক পা ঢেকে রাখছেন, আর এক পা শাড়ির বাইরে বের করে রাখছেন। জীবনে কাউকে এভাবে শাড়ি পরতে দেখিনি। যদি তিনি তাঁর পা দেখাতে চান, তাহলে তিনি বারমুডা শর্টস পরুন। তাতে তাঁর পা আরও ভালভাবে দেখা যাবে।”

প্রসঙ্গত, ১০ মার্চ মনোনয়ন পত্র (Nomination) পেশ করার পর নন্দীগ্রামের (Nandigram) তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় বিরুলিয়া বাজারে যান সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে। সেই সময়ই গুরুতর আহত হন তিনি।