Bengaluru Weather: এপ্রিল মাসে বেঙ্গালুরুতে রেকর্ড তাপমাত্রা ছিল। গত ৪১ বছরে প্রথমবার এত গরম। বেঙ্গালুরু চিরকাল মনোরম জলবায়ুর জন্য পরিচিত একটি শহর। সেই জায়গা অস্বাভাবিক গরমের মুখোমুখি হল। (প্রতীকী ছবি)

Weather Update: রাত থেকেই বৃষ্টি রাজ্যে, রবিবারও ভিজতে পারে একাধিক জেলা, জানাল আবহাওয়া দফতর

কলকাতা: রাজ্যে প্রবেশ করেছে মৌসুমি বায়ু। এখন কোথায় রয়েছে দক্ষিণ- পশ্চিম মৌসুমি বায়ু তা জানাল আলিপুর আবহাওয়া দফতর। আপাতত উত্তরবঙ্গের ইসলামপুরে এসে থমকে আছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। আগামী ৩- ৪ দিনে বর্ষা দক্ষিণবঙ্গের দিকে এগোতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

আরও পড়ুন: রাজ্যে প্রবেশ করল বর্ষা, সময়ের আট দিন আগেই মৌসুমি বায়ুর প্রভাব বাংলায়

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনি এবং রবিবার রাজ্য জুড়েই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তির থাকলেও দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান ও হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও রাজ্যের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায়। তবে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোম থেকে বুধবারও। এই তিন দিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে, তবে বিক্ষিপ্ত ভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ- সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে দমকা হাওয়া বইতে পারে।

পাশাপাশি বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুই দিন উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও হালকা বৃষ্টি হতে পারে।