IMD Weather Report-Heatwave Alert: কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।

Weather Heatwave Alert: হিটওয়েভ অ্যালার্ট..! চড়বে পারদ, বইবে ‘লু’ তাপপ্রবাহ সতর্কতা কোথায় কোথায়? দেখুন

লোকসভা ভোটের গরম ছাপিয়ে বৈশাখের গরম। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপপ্রবাহ। পশ্চিমাঞ্চলের তাপমাত্রা ৪২ এর ঘরে। গরমে জেরবার কলকাতাও। সকাল ১১টা-বিকেল ৪-টে রোদে বেরোতে নিষেধ করছে আবহাওয়া দফতর। এদিকে তাপপ্রবাহ সতর্কতায় নবান্নে বৈঠক। একাধিক জেলায় জলকষ্ট মোকাবিলায় নবান্নে জরুরি বৈঠক। সব জেলার জেলাশাসকদের নিয়ে বৈঠকে মুখ্যসচিব। ৪২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে দক্ষিণবঙ্গের পারদ! তাপপ্রবাহের পরিস্থিতি দক্ষিণবঙ্গে। চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া। সপ্তাহজুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷