বিগত কিছুদিন যে হারে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হয়েছিল তার থেকে কিছুটা হলেও রেহাই মিলতে চলেছে। তীব্র গরমের হাত থেকে সামান্য স্বস্তি পাবে বঙ্গবাসী।

Rain forecast in West Bengal: অবশেষে একটানা বৃষ্টির আশা, চলবে কতদিন? উত্তরের সব জেলার জন্য বিরাট স্বস্তির খবর

দার্জিলিং, কালিম্পংকে বাদ দিলে গরমের দাপটে গত কয়েকদিন ধরে নাকাল হয়েছেন উত্তরবঙ্গের বাকি সব জেলার বাসিন্দারাও৷ এমন কি, মালদহ, দক্ষিণ দিনাজপুরের মতো জেলা তাপপ্রবাহের কবলেও পড়েছে৷
দার্জিলিং, কালিম্পংকে বাদ দিলে গরমের দাপটে গত কয়েকদিন ধরে নাকাল হয়েছেন উত্তরবঙ্গের বাকি সব জেলার বাসিন্দারাও৷ এমন কি, মালদহ, দক্ষিণ দিনাজপুরের মতো জেলা তাপপ্রবাহের কবলেও পড়েছে৷
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পং জেলায় বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পং জেলায় বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷
আগামী ৯ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷ পাশাপাশি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
আগামী ৯ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷ পাশাপাশি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগর থেকে অল্প পরিমাণে হলেও জলীয় বাষ্প প্রবেশ করেছে। উপকূল এলাকাতে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। ফলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগর থেকে অল্প পরিমাণে হলেও জলীয় বাষ্প প্রবেশ করেছে। উপকূল এলাকাতে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। ফলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
রবিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরের প্রতিটি জেলা জুড়়েই চলবে বৃষ্টি৷
রবিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরের প্রতিটি জেলা জুড়়েই চলবে বৃষ্টি৷