উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে এখনই ভারী বৃষ্টি নয়। আগামী ২-৩ দিন উত্তরে বৃষ্টি খানিকটা কমবে। আপাতত কলকাতা ও দক্ষিণবঙ্গে প্রাক-বর্ষার বৃষ্টি চলবে। সোমবার থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গলবার থেকে ভারী হতে পারে বৃষ্টি। রবি ও সোমবার বৃষ্টির সম্ভাবনা নেই। স্থানীয় বৃষ্টি হলেও হতে পারে। বর্ষা এলেও ভারী বৃষ্টি আগামী ৫-৬ দিনে নেই। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গে কবে থেকে বাড়বে বৃষ্টি, জানাল হাওয়া অফিস! দেখুন ভিডিও

দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় গতকালই বর্ষা প্রবেশ করেছে, তাই বলে এখনই উত্তরের মতো দক্ষিণবঙ্গও বৃষ্টিতে ভাসবে, এমন সম্ভাবনা কম৷ শনিবার এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা, হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে৷ আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই৷ তবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে৷