হাওয়া অফিসের খবর অনুযায়ী রবিবার থেকেই বৃষ্টিতে ভিজবে কলকাতা! সেই সঙ্গে বইবে কালবৈশাখী। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতায় রবিবার ৩৭-এর কাছাকাছি ছিল তাপমাত্রা।

Weather Update: রাতেই ধেয়ে আসছে কালবৈশাখী, ঝড়-বৃষ্টি-বাজের পূর্বাভাস জেলায় জেলায়! দেখুন

বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সতর্কতা জারি আবহাওয়া দফতরের। আগামী দুই ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সতর্কতা। জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। রবিবার রাতে আলিপুর আবহাওয়া দফতর জারি করল সতর্কতা। রবিবারের পর সোমবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে পশ্চিমের জেলা ও উপকূলের জেলাতে বৃষ্টি হবে। রাতেই কলকাতায় বৃষ্টির সম্ভাবনা। রবিবার দক্ষিণের ৯ জেলায় কালবৈশাখীর সতর্কতা। দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে ঝড়ের সতর্কতা। ঝড়-বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়াতেও। দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদও কালবৈশাখীর সম্ভাবনা। আজ উত্তবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা। বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের বৃষ্টির সতর্কতা।