Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারে দ্বিগুণ টাকা পেয়ে এ কী করলেন মহিলারা? দেখুন

লক্ষ্মীর ভাণ্ডারে দ্বিগুণ টাকা মেলায় সবুজ আবির মেখে আনন্দে মাতলেন মহিলারা। বাংলার সব মহিলাই যাতে ‘হাত খরচের’ টাকা পেতে পারেন সেই জন্য ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। অনেকেই সেই টাকা পাচ্ছেন ইতিমধ্যেই। প্রতি মাসেই অ্যাকাউন্টে ঢুকছে সেই টাকা। ২০২৪ রাজ্য বাজেটে এবার এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা ৫০০ টাকা বাড়ানো হল। যার ফলে ১০০০ টাকা করে পাবেন মহিলারা। অন্যদিকে জনজাতি মহিলাদের জন্য ভাতা বাড়িয়ে করা হল ১২০০ টাকা।