Weather Update: নিম্নচাপ আরও গভীর, বঙ্গে তুমুল দুর্যোগ! ভাসছে কোন কোন জেলা?

ঝাড়খণ্ডের ঘূর্ণাবর্ত সরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে অবস্থান করছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি অক্ষরেখা পুরুলিয়া ও সাগর দ্বীপের উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে ভাল পরিমাণ বৃষ্টিপাতের আশা করছেন আবহাওয়াবিদরা। বিক্ষিপ্তভাবে দু’এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জানুন বিস্তারিত আবহাওয়া রিপোর্ট।