উত্তরবঙ্গ Weather Update: তুমুল বৃষ্টি নাকি কাঠফাটা রোদ? কেমন থাকবে গৌড়বঙ্গের জেলাগুলির আবহাওয়া, রইল আপডেট Gallery October 12, 2024 Bangla Digital Desk মালদহ: আকাশ পরিষ্কার হচ্ছে। বৃষ্টির পূর্বাভাস কেটে গিয়েছে গৌড়বঙ্গের জেলাগুলিতে। আপাতত বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ হচ্ছে। মনোরম আবহাওয়া গৌড়বঙ্গের জেলাগুলির। আগামী সপ্তাহে গৌড়বঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস প্রায় নেই। তবে আকাশ মেঘলা থাকবে। আবার কখনও কখনও রোদ ঝলমলে আবহাওয়া থাকতে পারে। শনি এবং রবিবার সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দিনের অধিকাংশ সময় আকাশ পরিষ্কার থাকবে। রোদ ঝলমলে আবহাওয়া থাকতে পারে। গত কয়েকদিন ধরেই জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা কম হচ্ছে। বর্তমানে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে তেমন বৃষ্টির পূর্বাভাস নেই। ক্রমশ আকাশ পরিষ্কার হচ্ছে গৌড়বঙ্গের জেলাগুলিতে। ধীরে ধীরে তাপমাত্রা কমছে। গরমের তীব্রতা অনেকটাই কমেছে জেলাগুলিতে।