দক্ষিণবঙ্গ, পূর্ব মেদিনীপুর Digha IMD Latest Weather Update: দিঘার আবহাওয়ায় বিরাট বদলের সম্ভাবনা! ঘুরতে যাওয়ার আগে জেনে নিন আপডেট Gallery October 12, 2024 Bangla Digital Desk হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এবার পুজোয় বৃষ্টি বাধা হয়ে দাঁড়াল না। বাঙালির বড় উৎসব দুর্গাপুজোর শেষ পর্বে বৃষ্টি সম্ভাবনাও কম। রবিবার পর্যন্ত রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। হাওয়া অফিসের রিপোর্টে জানা যায়, উত্তর থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া বদলের সম্ভাবনা আগামী সপ্তাহের শুরু থেকে। আবহাওয়া বদলে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। বৃষ্টির বদলে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে রাজ্য জুড়ে। ১২ অক্টোবর শনিবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আকাশ মেঘমুক্ত পরিষ্কার। তবে এদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে আকাশ আংশিক মেঘলা থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে। বাতাসের আর্দ্রতা পরিমাণ বেশি থাকবে। পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি শনিবার পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে মেঘমুক্ত পরিষ্কার আকাশ। দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায় এদিন বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। ১২ অক্টোবর শনিবার দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার আবহাওয়া থাকবে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৫ শতাংশ। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক থেকে প্রায় ২ ডিগ্রি বেশি। রবিবার পর্যন্ত আবহাওয়া একই রকম থাকবে। রবিবারের পর আবহাওয়া বদলে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।