: শনি এবং রবিবারের পর সোমবারও দিঘায় জলোচ্ছ্বাস। মাতাল করা দিঘার এই রূপে মেতে উঠেছে পর্যটকেরা। সৈকত সরণীতে দাঁড়িয়ে জলোচ্ছ্বাসে ভিজল পর্যটকেরা। দফায় দফায় বৃষ্টি সেইসঙ্গে সমুদ্রে জলোচ্ছ্বাস। মনোরম পরিবেশ দিঘায়।

Digha Big Wave: নিম্নচাপ দানবের দাপটে দিঘার সমুদ্রে এত্ত বড় বড় ঢেউ, তোলপাড় হচ্ছে, দেখুন ফটো

: শনি এবং রবিবারের পর সোমবারও দিঘায় জলোচ্ছ্বাস। মাতাল করা দিঘার এই রূপে মেতে উঠেছে পর্যটকেরা। সৈকত সরণীতে দাঁড়িয়ে জলোচ্ছ্বাসে ভিজল পর্যটকেরা। দফায় দফায় বৃষ্টি সেইসঙ্গে সমুদ্রে জলোচ্ছ্বাস। মনোরম পরিবেশ দিঘায়।
: শনি এবং রবিবারের পর সোমবারও দিঘায় জলোচ্ছ্বাস। মাতাল করা দিঘার এই রূপে মেতে উঠেছে পর্যটকেরা। সৈকত সরণীতে দাঁড়িয়ে জলোচ্ছ্বাসে ভিজল পর্যটকেরা। দফায় দফায় বৃষ্টি সেইসঙ্গে সমুদ্রে জলোচ্ছ্বাস। মনোরম পরিবেশ দিঘায়।
এই পরিবেশে চুটিয়ে দিঘা বেড়ানোর মজা উপভোগ করছেন পর্যটকেরা। পর্যটকদের বাড়তি পাওনা জলোচ্ছ্বাস। বঙ্গোপসাগরে নিম্নচাপ ও পূর্ণিমার ভরা কোটালের জন্য শনি এবং রবিবার দিঘা সমুদ্র সৈকতে জলোচ্ছ্বাস দেখা গিয়েছে। সোমবারও জোয়ারের সময় তীব্র জলোচ্ছ্বাস দেখা যায় দিঘা সমুদ্রে। দিঘা বাঙালির কাছে এক আবেগের নাম। বর্তমানে নানান উন্নয়নমূলক কর্মযোগ দিয়ে দিঘা সেজেগুজে হয়ে উঠেছে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র। কাজের ফাঁকে বাঙালি ছুটি পেলেই ছুটে আসে দিঘায়। সমুদ্রের ঢেউ মনের ক্লান্তি দূর করে নিয়ে যায়।
এই পরিবেশে চুটিয়ে দিঘা বেড়ানোর মজা উপভোগ করছেন পর্যটকেরা। পর্যটকদের বাড়তি পাওনা জলোচ্ছ্বাস। বঙ্গোপসাগরে নিম্নচাপ ও পূর্ণিমার ভরা কোটালের জন্য শনি এবং রবিবার দিঘা সমুদ্র সৈকতে জলোচ্ছ্বাস দেখা গিয়েছে। সোমবারও জোয়ারের সময় তীব্র জলোচ্ছ্বাস দেখা যায় দিঘা সমুদ্রে। দিঘা বাঙালির কাছে এক আবেগের নাম। বর্তমানে নানান উন্নয়নমূলক কর্মযোগ দিয়ে দিঘা সেজেগুজে হয়ে উঠেছে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র। কাজের ফাঁকে বাঙালি ছুটি পেলেই ছুটে আসে দিঘায়। সমুদ্রের ঢেউ মনের ক্লান্তি দূর করে নিয়ে যায়।
তাই বিভিন্ন ছুটির দিন ও উইকেন্ডে দিঘা সমুদ্র সৈকতে তিল ধারণের স্থান থাকে না। বাঙালির কাছে দিঘা প্রতিটি ঋতুতে ভিন্ন ভিন্ন রূপে উপস্থাপিত হয়। আর সেই রুপ সৌন্দর্যের প্রেমে পড়ে বারবার ছুটে আসে দিঘায়। শীত, গ্রীষ্ম ও বর্ষা দিঘায় পর্যটকের ছাড় নেই। বর্তমান সময়ে উইকেন্ড না হলেও কাজের দিনেও দিঘায় ভাল পরিমান পর্যটকের দেখা মিলে। সেরকমই দৃশ্য ধরা পড়ল ২২ জুলাই সোমবার।
তাই বিভিন্ন ছুটির দিন ও উইকেন্ডে দিঘা সমুদ্র সৈকতে তিল ধারণের স্থান থাকে না। বাঙালির কাছে দিঘা প্রতিটি ঋতুতে ভিন্ন ভিন্ন রূপে উপস্থাপিত হয়। আর সেই রুপ সৌন্দর্যের প্রেমে পড়ে বারবার ছুটে আসে দিঘায়। শীত, গ্রীষ্ম ও বর্ষা দিঘায় পর্যটকের ছাড় নেই। বর্তমান সময়ে উইকেন্ড না হলেও কাজের দিনেও দিঘায় ভাল পরিমান পর্যটকের দেখা মিলে। সেরকমই দৃশ্য ধরা পড়ল ২২ জুলাই সোমবার।
এদিন ওল্ড দিঘা থেকে নিউ দিঘায় পর্যটকের ভিড় যথেষ্ট পরিমাণ। আর দিঘায় পর্যটকদের সোমবার বাড়তি মজা দিল উত্তাল হওয়া ঢেউ ও জলোচ্ছ্বাস। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী উপকূলবর্তী জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইবে ঝড়ো হাওয়া। হাওয়ায় উত্তাল থাকবে সমুদ্র। আর সেই দৃশ্য ধরা পড়ল সোমবার দিঘাতে। জোয়ারের সময় ফুলে ফেঁপে উঠেছে জল। বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ে গার্ড ওয়াল টপকে সৈকত সরণীতে। আর তাতে রীতিমত উচ্ছ্বসিত পর্যটকেরা।
এদিন ওল্ড দিঘা থেকে নিউ দিঘায় পর্যটকের ভিড় যথেষ্ট পরিমাণ। আর দিঘায় পর্যটকদের সোমবার বাড়তি মজা দিল উত্তাল হওয়া ঢেউ ও জলোচ্ছ্বাস। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী উপকূলবর্তী জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইবে ঝড়ো হাওয়া। হাওয়ায় উত্তাল থাকবে সমুদ্র। আর সেই দৃশ্য ধরা পড়ল সোমবার দিঘাতে। জোয়ারের সময় ফুলে ফেঁপে উঠেছে জল। বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ে গার্ড ওয়াল টপকে সৈকত সরণীতে। আর তাতে রীতিমত উচ্ছ্বসিত পর্যটকেরা।
হাওয়া অফিস জানিয়েছে সমুদ্রে প্রায় ৩ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস দেখা যাবে। সেই মত পর্যটকদের সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। দিঘার বিভিন্ন স্নানের ঘাটে মোতায়ন রয়েছে পুলিশ ও নুলিয়ারা। সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি থাকলেও বিন্দুমাত্র আক্ষেপ নেই পর্যটকদের।
হাওয়া অফিস জানিয়েছে সমুদ্রে প্রায় ৩ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস দেখা যাবে। সেই মত পর্যটকদের সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। দিঘার বিভিন্ন স্নানের ঘাটে মোতায়ন রয়েছে পুলিশ ও নুলিয়ারা। সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি থাকলেও বিন্দুমাত্র আক্ষেপ নেই পর্যটকদের।
কারণ তীব্র জলোচ্ছ্বাস এর বড় বড় ঢেউ এসে আঁচড়ে পড়ছে সৈকত সরণীতে আর তাতেই চুটিয়ে সমুদ্র স্নানের মজা উপভোগ করছেন তারা। হাওয়া অফিস সূত্রে জানা যায় সোমবার রাত্রেও দিঘায় জলোচ্ছ্বাস দেখা যাবে। দিঘার এই রূপ সৌন্দর্যের প্রেমে মজেছেন পর্যটকেরা। Input- Saikat Shee 
কারণ তীব্র জলোচ্ছ্বাস এর বড় বড় ঢেউ এসে আঁচড়ে পড়ছে সৈকত সরণীতে আর তাতেই চুটিয়ে সমুদ্র স্নানের মজা উপভোগ করছেন তারা। হাওয়া অফিস সূত্রে জানা যায় সোমবার রাত্রেও দিঘায় জলোচ্ছ্বাস দেখা যাবে। দিঘার এই রূপ সৌন্দর্যের প্রেমে মজেছেন পর্যটকেরা। Input- Saikat Shee