কালীপুজোর মুখে নিম্নচাপের আশঙ্কা, দক্ষিণবঙ্গে পরিস্থিতি মোকাবিলায় সতর্ক নবান্ন

নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার আবহাওয়ার পরিবর্তন। উপকূলের জেলাগুলিতে ঝড়বৃষ্টি শুরু। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বুধবার থেকে শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। বেশি প্রভাব পড়বে উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলা গুলিতে।  মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে আবহাওয়া দপ্তরের। বুধবারের‌‌ মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসতে নির্দেশ। মঙ্গলবার মধ্য বঙ্গোপসাগরে ও বুধবার উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ৫৫ কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সমুদ্র উত্তাল থাকবে। শনিবার মধ্য‌ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সোমবার সেই সিস্টেম নিম্নচাপে পরিণত হবে মধ্য বঙ্গোপসাগরে। বুধবার মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর‌ বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত্যহবে। এরপর শক্তি বাড়িয়ে অন্ধ্রপ্রদেশ থেকে মায়ানমার যেকোনো উপকূলেই স্থলভাগে প্রবেশ করতে পারে। যদিও বিশ্বের বিভিন্ন আবহাওয়া মডেল ইউরোপ থেকে আমেরিকা বিভিন্ন সংস্থা জানাচ্ছে ২৪ শে অক্টোবর থেকে ২৬ শে অক্টোবর এর মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে। যে ঘূর্ণিঝড় ওড়িশা থেকে বাংলাদেশের মধ্যে কোথাও আছড়ে পড়তে পারে।