Tag Archives: weather updates

Weather Updates-Kalbaishakhi: কালবৈশাখীর তাণ্ডব মুর্শিদাবাদে! বজ্রপাতে মৃত এক! আহত বেশ কয়েকজন! জানুন

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদে প্রবল কালবৈশাখী তাণ্ডব ও বজ্রপাতে প্রাণ গেল একজন কৃষকের। বজ্রাঘাতে মর্মান্তিকভাবে মৃত্যু হল নবগ্রাম থানার পাঁচ গ্রামের এক ব্যক্তির। এছাড়াও আহত হয়েছেন আরও তিনজন। পুলিশ জানিয়েছে মৃতের নাম শ্রীমন্ত ঘোষ। স্থানীয় সূত্রে জানা যায়, প্রত্যেক দিনের মতোই বৃহস্পতিবার বিকেলে গরু ও মহিষ নিয়ে বিল বসিয়া এলাকায় গিয়েছিলেন বেশ কয়েকজন ব্যক্তি। সেই সময় কালবৈশাখীর ঝড় ও বৃষ্টি শুরু হয়। ঝড় বৃষ্টি শুরু হলে সেখানেই বজ্রাঘাতে মৃত্যু হয় শ্রীমন্ত ঘোষ নামে পাঁচগ্রামের ঘোষ পাড়ার এক ব্যক্তির।

এছাড়াও সেখানে মোট চারজন ছিলেন। ঝড় বৃষ্টি দেখে বাড়ি ফেরার সময় হঠাৎই বজ্রাঘাত হয় শ্রীমন্ত ঘোষের উপর। পাশে থাকা আরও তিনজন সেখানেই আহত হন। আহতরা এসে গ্রামে খবর দিলে উদ্ধার করে নিয়ে আসা হয় সীমান্ত ঘোষকে। অন্যদিকে ইতিমধ্যেই বজ্রপাতে আহতরা পাঁচগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: দুধে ভেজানো খেজুর খেলে কী হবে? পুরুষদের জন্য মহা-ওষুধ! যৌবন ধরে রাখতে হলে জানুন

অন্যদিকে, বৃহস্পতিবার বিকাল থেকেই প্রবল কালবৈশাখী তাণ্ডব রঘুনাথগঞ্জে। রঘুনাথগঞ্জ শহরে বেশ কিছু জায়গায় গাছ পড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। বৃহস্পতিবার সন্ধ্যার পর যুদ্ধকালীন তৎপরতায় গাছ কাটার কাজ শুরু করা হয়েছে। রঘুনাথগঞ্জ শহরে ইতি মধ্যেই বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে পড়েছে। রঘুনাথগঞ্জের SBI ব্যাঙ্ক মোড়, রবীন্দ্র ভবনের সামনে ও জঙ্গিপুর আদালত মোড় এলাকায় গাছ পড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জেসিবি দিয়ে উদ্ধার কাজে হাতে লাগিয়েছে প্রশাসন। তীব্র গরমে নাজেহাল ছিল বঙ্গবাসী। তবে আবহাওয়া দফতরের পুর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হতেই কিছুটা স্বস্তিতে সাধারণ মানুষজন।

কৌশিক অধিকারী

Weather Updates: দক্ষিণ ও উত্তর দুই বঙ্গেই টানা চলবে তুমুল ঝড়-বৃষ্টি! কোথায় জারি হল কমলা সতর্কতা? জানুন

উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।
উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।
পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার। উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা।
পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার। উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা।
আগামী কয়েকদিন ধরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়ের পূর্বাভাস রয়েছে। তবে ঝড়ের তীব্রতা স্থানভেদে আলাদা হতে পারে।
আগামী কয়েকদিন ধরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়ের পূর্বাভাস রয়েছে। তবে ঝড়ের তীব্রতা স্থানভেদে আলাদা হতে পারে।
হওয়া অফিস সূত্রে জানা গিয়েছে,আগামী সাতদিন পশ্চিমবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ৷ সর্বোচ্চ তাপমাত্রার বড় কোনও পরিবর্তন নেই ৷ সব জেলাতে বৃষ্টি হবে ৷
হওয়া অফিস সূত্রে জানা গিয়েছে,আগামী সাতদিন পশ্চিমবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ৷ সর্বোচ্চ তাপমাত্রার বড় কোনও পরিবর্তন নেই ৷ সব জেলাতে বৃষ্টি হবে ৷
শুক্রবার সবক'টি জেলায় বৃষ্টির পরিস্থিতির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে ৷উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টি এবং দমকা হাওয়া বইবে ৷
শুক্রবার সবকটি জেলায় বৃষ্টির পরিস্থিতির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে ৷উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টি এবং দমকা হাওয়া বইবে ৷

Rain Updates: রবিবার থেকেই হাওয়া-বদল! উত্তাল হতে পারে সমুদ্র, দক্ষিণবঙ্গের দুই জেলায় সতর্ক করা হল মৎস্যজীবীদের

চলছে ব্যান পিরিয়ড। এমনিতেই সমুদ্রে যাওয়া বন্ধ মৎস্যজীবীদের। তার মধ্যেই সমুদ্র উত্তাল হওয়ার সতর্কতা জারি করা হল আবহাওয়া দফতরের পক্ষ থেকে।
চলছে ব্যান পিরিয়ড। এমনিতেই সমুদ্রে যাওয়া বন্ধ মৎস্যজীবীদের। তার মধ্যেই সমুদ্র উত্তাল হওয়ার সতর্কতা জারি করা হল আবহাওয়া দফতরের পক্ষ থেকে।
তাপপ্রবাহের পরিস্থিতি রবিবার থেকে পরিবর্তন হবে। সোম-থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
তাপপ্রবাহের পরিস্থিতি রবিবার থেকে পরিবর্তন হবে। সোম-থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া এতটাই পরিবর্তন হতে চলেছে যার জেরে সপ্তাহের শুরুতে মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় নিষেধ করে দেওয়া হয়েছে।
আবহাওয়া এতটাই পরিবর্তন হতে চলেছে যার জেরে সপ্তাহের শুরুতে মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় নিষেধ করে দেওয়া হয়েছে।
ঝড়-বৃষ্টির কথা মাথায় রেখে আগামী সোম ও মঙ্গলবার সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে মৎস্যজীবীদের। যদিও এখন মৎস্যজীবীরা সমুদ্রে যান না।
ঝড়-বৃষ্টির কথা মাথায় রেখে আগামী সোম ও মঙ্গলবার সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে মৎস্যজীবীদের। যদিও এখন মৎস্যজীবীরা সমুদ্রে যান না।
পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী জেলা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের জন্য থাকছে এই সতর্কতা। এই দুই জেলারই অনেকেই সমুদ্রে যান।
পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী জেলা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের জন্য থাকছে এই সতর্কতা। এই দুই জেলারই অনেকেই সমুদ্রে যান।
বিকেলের দিকে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে সতর্ক থাকতে হবে সকলকে।
বিকেলের দিকে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে সতর্ক থাকতে হবে সকলকে।

Weather Updates: কবে থেকে বৃষ্টি শুরু? দক্ষিণবঙ্গের গরমে মিলবে স্বস্তি! জানুন

শনিবার বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। সোমবার ও মঙ্গলবার রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে বইবে দমকা ঝোড়ো বাতাস। ধীরে ধীরে কমছে তাপমাত্রা, এখনও চরম গরমের সতর্কবার্তা ! উইকেন্ডে আবহাওয়ার পরিবর্তন হবে, রবিবার থেকে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। শনিবার বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে । সোমবার ও মঙ্গলবার রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

Rain Forecast In Kolkata: দক্ষিণবঙ্গের ৬ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! কলকাতাও ভিজতে চলেছে! কবে থেকে? জানুন

 বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে আলিপুর আবহাওয়া দফতর দারুণ সুখবর শোনাল! photo source collected
বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে আলিপুর আবহাওয়া দফতর দারুণ সুখবর শোনাল! photo source collected
আবহাওয়া দফতর বলছে ২রা মে পর্যন্ত চলবে তাপপ্রবাহ! পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই আট জেলায় থাকছে তীব্র তাপপ্রবাহে সতর্কতা!photo source collected
আবহাওয়া দফতর বলছে ২রা মে পর্যন্ত চলবে তাপপ্রবাহ! পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই আট জেলায় থাকছে তীব্র তাপপ্রবাহে সতর্কতা!photo source collected
এছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু জায়গায় চরম তাপপ্রবাহের সর্তকতা থাকছে! ভয়াবহ হবে পরিস্থিতি!photo source collected
এছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু জায়গায় চরম তাপপ্রবাহের সর্তকতা থাকছে! ভয়াবহ হবে পরিস্থিতি!photo source collected
কলকাতা-সহ বাকি দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপ প্রবাহের সতর্কতা একেবারে শনিবার পর্যন্ত থাকছে! photo source collected
কলকাতা-সহ বাকি দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপ প্রবাহের সতর্কতা একেবারে শনিবার পর্যন্ত থাকছে! photo source collected
বর্ধমান ও বীরভূমের আবহাওয়ায় আবার এক ভিন্ন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে! আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে দিনের গরম তো বাড়ছেই সেই সঙ্গে এখানে রাতের গরম বাড়বে!photo source collected
বর্ধমান ও বীরভূমের আবহাওয়ায় আবার এক ভিন্ন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে! আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে দিনের গরম তো বাড়ছেই সেই সঙ্গে এখানে রাতের গরম বাড়বে!photo source collected
 উত্তরবঙ্গে বৃষ্টি চলছে এবং সেটা চলবে! দার্জিলিং কালিম্পঙে আগামী পাঁচদিন বৃষ্টি চলবে! তার সঙ্গে আগামিকাল থেকে কোচ-বিহার ও জলপাইগুড়িতে আগামী দু-তিন দিন বৃষ্টি চলবে!photo source collected
উত্তরবঙ্গে বৃষ্টি চলছে এবং সেটা চলবে! দার্জিলিং কালিম্পঙে আগামী পাঁচদিন বৃষ্টি চলবে! তার সঙ্গে আগামিকাল থেকে কোচ-বিহার ও জলপাইগুড়িতে আগামী দু-তিন দিন বৃষ্টি চলবে!photo source collected
তবে মালদা, মুর্শিদাবাদ সহ বাকি জেলাতে আরও দু'দিন তাপপ্রবাহের সতর্কতা থাকছে! photo source collected
তবে মালদা, মুর্শিদাবাদ সহ বাকি জেলাতে আরও দু’দিন তাপপ্রবাহের সতর্কতা থাকছে! photo source collected
উত্তরবঙ্গের ক্ষেত্রে নিচের এলাকায় ২রা মের পর তাপমাত্রা কমতে পারে! দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শনিবারের পর তাপমাত্রা কমতে পারে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর!photo source collected
উত্তরবঙ্গের ক্ষেত্রে নিচের এলাকায় ২রা মের পর তাপমাত্রা কমতে পারে! দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শনিবারের পর তাপমাত্রা কমতে পারে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর!photo source collected
কারণ এই সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে উত্তরের হাওয়া বইবে, যা পশ্চিমী হাওয়ার দাপটকে কিছুটা হলেও কমাবে বলেই আশা করা হচ্ছে! photo source collected
কারণ এই সময় বৃষ্টির  সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে উত্তরের হাওয়া বইবে, যা পশ্চিমী হাওয়ার দাপটকে কিছুটা হলেও কমাবে বলেই আশা করা হচ্ছে! photo source collected
রবিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূমে! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে! এমনটাই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস!photo source collected
রবিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূমে! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে! এমনটাই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস!photo source collected
কলকাতায় বৃষ্টি হবে! সোমবার ও মঙ্গলবার কলকাতায় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর! (তথ্য: বিশ্বজিৎ সাহা) photo source collected
কলকাতায় বৃষ্টি হবে! সোমবার ও মঙ্গলবার কলকাতায় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর! (তথ্য: বিশ্বজিৎ সাহা) photo source collected

Rain Forecast: রবিবার থেকেই বৃষ্টি আসবে! বৃষ্টি নিয়ে এল দারুণ সুখবর!

রবিবার থেকে বৃষ্টি। কতটা বৃষ্টি! কোন জেলায় বৃষ্টি? বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে, আবহাওয়া দফতর বলছে ২রা মে পর্যন্ত চলবে তাপপ্রবাহ

Kolkata Weather Updates: শেষ ৭০ বছরে কলকাতায় এমন গরম পড়েনি! আরও ভয়াবহ হবে পরিস্থিতি! বৃষ্টি হবে কবে? জানুন

লাগাতার তাপপ্রবাহ। এমন শুকনো গরম এর আগে কবে হয়েছিল মনে পড়ছে না শহরবাসীর। সমস্ত রেকর্ড ভেঙে মঙ্গলবার কলকাতায় এখনও পর্যন্ত সর্বোচ্চ গরম। এপ্রিল মাসের শেষদিন তাপমাত্রার পারদ উঠল তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে। সত্তর বছরে তাপমাত্রার যা সর্বকালীন রেকর্ড। দমদম-সল্টলেকে মঙ্গলবার দুপুরে তাপমাত্রা উঠল ৪৩-এ। আগামী চারদিন দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা। তাপপ্রবাহ চলবে কলকাতাতেও।

Room Cooling Tips: ফ্যান, এসি, কুলার কিচ্ছু লাগবে না! মাত্র ৩০০ টাকা খরচে এই কাজ করুন! গরমেও কনকনে ঠান্ডা হবে ঘর!

তীব্র গরমে ঘর ঠান্ডা হবে মাত্র ৩০০-৪০০ টাকা খরচ করেই! শুনতে অবাক লাগলেও খুব সহজ উপায়ে ঘরের তাপমাত্রা কমিয়ে ঘর ঠান্ডা করতে জানতে হবে এই নিয়ম! photo source collected 
তীব্র গরমে ঘর ঠান্ডা হবে মাত্র ৩০০-৪০০ টাকা খরচ করেই! শুনতে অবাক লাগলেও খুব সহজ উপায়ে ঘরের তাপমাত্রা কমিয়ে ঘর ঠান্ডা করতে জানতে হবে এই নিয়ম! photo source collected
প্রচন্ড গরমে প্রায় সবার অবস্থাই শোচনীয়। চড়া রোদের কারণে ঘরে টেকা দায় হয়ে পড়ছে। কারণ ছাদ তেতে থাকছে রাতেও। প্রখর রোদের কারণে ছাদ গরম হয়। এরপর ছাদ থেকে ঘরও গরম হতে শুরু করে। এসি লাগিয়েও ঘর ঠান্ডা করতে অনেক বেগ পেতে হয়। তবে একটা কাজ করলেই কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।photo source collected 
প্রচন্ড গরমে প্রায় সবার অবস্থাই শোচনীয়। চড়া রোদের কারণে ঘরে টেকা দায় হয়ে পড়ছে। কারণ ছাদ তেতে থাকছে রাতেও। প্রখর রোদের কারণে ছাদ গরম হয়। এরপর ছাদ থেকে ঘরও গরম হতে শুরু করে। এসি লাগিয়েও ঘর ঠান্ডা করতে অনেক বেগ পেতে হয়। তবে একটা কাজ করলেই কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।photo source collected
তার জন্য বেশি খরচ করতে হবে না। আনুমানিক ৩০০-৪০০ টাকা খরচ করলেই মিলবে সুরাহা।photo source collected 
তার জন্য বেশি খরচ করতে হবে না। আনুমানিক ৩০০-৪০০ টাকা খরচ করলেই মিলবে সুরাহা।photo source collected
ছাদের তাপমাত্রা কম করার একটি কার্যকরী পদ্ধতি হল রিফ্লেকটিভ রুফ সারফেস। জানতে হবে রিফ্লেকটিভ রুফ সারফেস পদ্ধতি ব্যবহার করার কিছু নিয়ম। ইতিমধ্যেই বাড়ির ছাদে এই পদ্ধতি ব্যবহার করে বহু মানুষ এই গরমে ঘরকে একে বারে ঠান্ডা ঠান্ডা কুলকুল করে ফেলেছেন!photo source collected 
ছাদের তাপমাত্রা কম করার একটি কার্যকরী পদ্ধতি হল রিফ্লেকটিভ রুফ সারফেস। জানতে হবে রিফ্লেকটিভ রুফ সারফেস পদ্ধতি ব্যবহার করার কিছু নিয়ম। ইতিমধ্যেই বাড়ির ছাদে এই পদ্ধতি ব্যবহার করে বহু মানুষ এই গরমে ঘরকে একে বারে ঠান্ডা ঠান্ডা কুলকুল করে ফেলেছেন!photo source collected
 এর জন্য ছাদের মেঝেকে রং করে দিতে হবে। এতে ছাদের কোনোরকম ক্ষতি হবে না, বরং ছাদের টেকসই বেড়ে যাবে। তার জন্য লাগবে অল্প কিছু উপকরণ। হোয়াইট সিমেন্ট, চুন, ফেভিকল। এর জন্য প্রথমে ছাদ পরিষ্কার করে তার মধ্যে হোয়াইট সিমেন্ট, চুন, ফেভিকল মিশিয়ে তা গুলিয়ে তা ছাদে লাগাতে হবে।photo source collected 
এর জন্য ছাদের মেঝেকে রং করে দিতে হবে। এতে ছাদের কোনোরকম ক্ষতি হবে না, বরং ছাদের টেকসই বেড়ে যাবে। তার জন্য লাগবে অল্প কিছু উপকরণ। হোয়াইট সিমেন্ট, চুন, ফেভিকল। এর জন্য প্রথমে ছাদ পরিষ্কার করে তার মধ্যে হোয়াইট সিমেন্ট, চুন, ফেভিকল মিশিয়ে তা গুলিয়ে তা ছাদে লাগাতে হবে।photo source collected
শুকিয়ে যাওয়ার পরে বিকেলে হালকা জলের ছিটে দিয়ে দিতে হবে। তাতে মিশ্রণটা মেঝেতে ধরে যাবে। এর ফলে ছাদের নিচের তলার ঘর বেশি গরম হবে না।photo source collected 
শুকিয়ে যাওয়ার পরে বিকেলে হালকা জলের ছিটে দিয়ে দিতে হবে। তাতে মিশ্রণটা মেঝেতে ধরে যাবে। এর ফলে ছাদের নিচের তলার ঘর বেশি গরম হবে না।photo source collected
রোদে আলো, তাপ দুটোই আছে, তাকে সাদা আলো দিয়ে রিভার্স করিয়ে দেওয়া হচ্ছে। ছাদ সাদা করে দেওয়ার ফলে তাপমাত্রা আসছে, রিভার্স হয়ে বেরিয়ে যাচ্ছে। তার ফলে ছাদে সেই তাপমাত্রা পুরোপুরি যাচ্ছে না।খুব কম খরচে বাড়ির তাপমাত্রা বাইরের তাপমাত্রার থেকে বেশ কয়েক ডিগ্রি কমাতে পারবেন। এমনকি এসি চালানোরও প্রয়োজন নাও হতে পারে! (তথ্য: রাকেশ মাইতি)
রোদে আলো, তাপ দুটোই আছে, তাকে সাদা আলো দিয়ে রিভার্স করিয়ে দেওয়া হচ্ছে। ছাদ সাদা করে দেওয়ার ফলে তাপমাত্রা আসছে, রিভার্স হয়ে বেরিয়ে যাচ্ছে। তার ফলে ছাদে সেই তাপমাত্রা পুরোপুরি যাচ্ছে না।খুব কম খরচে বাড়ির তাপমাত্রা বাইরের তাপমাত্রার থেকে বেশ কয়েক ডিগ্রি কমাতে পারবেন। এমনকি এসি চালানোরও প্রয়োজন নাও হতে পারে! (তথ্য: রাকেশ মাইতি)