মেন্দাবাড়ি

Weekend Tour: কুলকুল করে বয়ে যাচ্ছে নদী, পাশেই জঙ্গল, দৌড়ঝাঁপ থেকে দূরে উত্তরবঙ্গের নতুন এই ডেস্টিনেশন

আলিপুরদুয়ার: রাজাভাতখাওয়া, চিলাপাতা, জলদাপাড়ার জঙ্গল দেখেছেন। এবারে জেলার অন্যতম অফ বিট স্পট মেন্দাবাড়িতে আসুন।
জঙ্গল, নদীর এক অপূর্ব মেলবন্ধন রয়েছে এখানে।এলাকার শান্ত পরিবেশ যেকোনও পর্যটকের মন কেড়ে নিতে যথেষ্ট।

মেন্দাবাড়ি জঙ্গলের নাম এখনও সেভাবে ছড়িয়ে পড়েনি। তবে এই এলাকাতেও রয়েছে সাফারির ব্যবস্থা।সবচাইতে বড় কথা সাফারি করতে না গিয়েও এই এলাকাতে সবসময় দেখতে পাওয়া যায় বন্য প্রাণীর আনাগোনা। মেন্দাবাড়ির এই জঙ্গলটি চিলাপাতা রেঞ্জর অন্তর্গত। যদিও এলাকায় হোমস্টে-র সংখ্যা কম তবে পর্যটনের প্রসার ঘটলে এই এলাকাতে তৈরি হবে আরও হোমস্টে।মেন্দাবাড়ি পর্যটন ক্ষেত্রে এলে পরিচয় হবে রাভা পরিবারের সঙ্গে। তাঁদের সংস্কৃতি, ভাষা, খাদ্যভ্যাস সবই চোখের সামনে দেখতে পারা যাবে।

আরও পড়ুন – Lottery News: লটারি কেটেই বদলে গেল ভাগ্যের চাকা! টিনের খোলার বাসিন্দা সবজি বিক্রেতা এক রাতেই কোটিপতি

মেন্দাবাড়ি এলাকার এক হোমস্টে মালিক অমর রাভা জানিয়েছেন, মেন্দাবাড়ি মধ্য স্থল। এই জায়গা থেকে চিলাপাতা, কোচবিহার, বক্সা সব জায়গাতে যাওয়া যাবে। এই জায়গায় এলে মন শান্ত হয়ে যাবে। প্রকৃতিকে নিবিড়ভাবে চিনতে পারা যাবে। জঙ্গল সাফারির জন্য রয়েছে বন দফতরের দুটি সাফারি গাড়ি। সাফারিতে না গেলেও বিকেল হলেই এলাকার নদীতে জল খেতে আসতে দেখা যায় বাইসন, হরিণকে। হাতি দেখা যায় যখন, তখন। অনেক নাম না জানা পাখির আওয়াজ আপনাকে নিয়ে যাবে নিশ্চিন্তপুরে।

হাসিমারা থেকে ১৭ কিলোমিটার দূরে অবস্থিত এই মেন্দাবাড়ি এলাকাটি।আলিপুরদুয়ার থেকে মেন্দাবাড়ির দূরত্ব ২৫ কিলোমিটার। ট্রেন থেকে নেমে অটো নিয়ে চলে আসতে পারবেন এই এলাকায়। ভাড়া নেবে ১৫০-২০০ টাকা।এলাকায় রয়েছে দুটি হোমস্টে। মালিক এক জন। হোমস্টে’র নাম অমর হোমস্টে।যোগাযোগ:+916296773985

Annanya Dey