সুকান্ত- শুভেন্দুর নেতৃত্বে বুধবার 'হাজরা চলো' কর্মসূচি ঘিরে অনিশ্চয়তা, আদালতের দ্বারস্থ বিজেপি

West Bengal BJP: পুলিশের ‘না’! সুকান্ত- শুভেন্দুর নেতৃত্বে বুধবার ‘হাজরা চলো’ কর্মসূচি ঘিরে অনিশ্চয়তা, আদালতের দ্বারস্থ বিজেপি

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: হাতিয়ার আরজি কর। হাজরায় বিজেপির সভায় পুলিশের ‘না’। আগামিকাল, বুধবার হাজরায় বিজেপির সভা ঘিরে অনিশ্চয়তা দেখা দিল। রাজ্য বিজেপির তরফে হাজরা মোড়ে সভা করার আবেদন জানিয়ে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। অভিযোগ, পুলিশ ‘নীরব’। সভা করার অনুমতি চেয়ে আজ, মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে পদ্ম শিবির।

আরও পড়ুন– সৌন্দর্য আর সমাজসেবাকে মিলিয়েছেন এক খাতে, Miss India Worldwide ধ্রুবি প্যাটেলের জীবন এক উজ্জ্বল অনুপ্রেরণা

আরজি কর কাণ্ডের প্রতিবাদে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের ধরনা অবস্থানের শেষ দিন মঞ্চ থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে, ২৫ সেপ্টেম্বর ‘হাজরা চলো’ কর্মসূচি পালন করা হবে বিজেপির তরফে। সেদিনই সুকান্ত মজুমদার ইঙ্গিত দিয়েছিলেন পুলিশের কাছে অনুমতি চাওয়া হবে অনুমতি না মিললে আদালতের দ্বারস্থ হবে বিজেপি। ‌ রাজ্য বিজেপি শিবিরের অভিযোগ, নির্দিষ্ট সময়ে পুলিশের কাছে আবেদন জানানো হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত তাদের আবেদনের বিষয়ে কলকাতা পুলিশ নীরব ভূমিকা পালন করছে। আমরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছি। ধর্মতলায় টানা ধরনা অবস্থান মঞ্চ থেকে একাধিক কর্মসূচি ঘোষণা করেছিলেন বিজেপি রাজ্য নেতৃত্ব। তার মধ্যে যেমন ছিল আগামী ১ অক্টোবর পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে পথসভা, বিক্ষোভ সমাবেশ, মিছিল রাজ্যজুড়ে থানা শুদ্ধিকরণ অভিযান, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে গণস্বাক্ষর অভিযান-সহ নানান কর্মসূচি।

আরও পড়ুন- বিমানবন্দরে ঢুকেছিল ৪৭ জন জঙ্গি, আরোহীদের পণবন্দি বানিয়ে এয়ার ইন্ডিয়ার বিমান অপহরণ, আতঙ্কের প্রহর গুনছিলেন সকলে! তারপর…

ইতিমধ্যেই এই সব কর্মসূচিতে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী-সহ রাজ্য বিজেপির একাধিক নেতা ও জেলা নেতৃত্বরা অংশ নিচ্ছেন। বুধবার আরজি কর ইস্যুতে হাজরার সভাতেও সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী-সহ অন্যান্যদেরও উপস্থিত থাকার কথা।‌ তবে এই সভা ঘিরে তৈরি হল অনিশ্চয়তা।‌ যদিও রাজ্য বিজেপি নেতারা আশাবাদী আদালতের তরফে তাদের আগামিকাল, বুধবার হাজরা মোড়ে প্রতিবাদ সভা করার অনুমতি মিলবে।‌