চলছে ভোটগ্রহণ।

West Bengal bypolls 2024: বাংলায় ৪ বিধানসভা কেন্দ্রে চলছে উপনির্বাচন, ১১টা অবধি রাজ্যে কত শতাংশ ভোট পড়ল

লোকসভা ভোট মিটতে না মিটতেই উপনির্বাচন। দেশের ৭ রাজ্য়ের মোট ১৩টি বিধানসভা কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। সেই সঙ্গে ভোটগ্রহণ চলছে রাজ্যের চার বিধানসভা কেন্দ্রেও, যার মধ্যে রয়েছে রানাঘাট, বাগদা, রায়গঞ্জ এবং মানিকতলা। প্রথম চারটি বিধানসভা কেন্দ্র ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এবং এই বছর লোকসভা নির্বাচনেও ছিল বিজেপির দখলে। অন্য দিকে মানিকতলা দুই নির্বাচনেই ছিল তৃণমূলের দখলে। বিজেপির প্রার্থী হিসাবে জেতা তিন প্রার্থীই পরে তৃণমূলে যোগ দেন। অন্য দিকে মানিকতলার বিধায়ক সাধন পান্ডে মারা যাওয়ার জন্য এই চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে।

আরও পড়ুন: হাবড়ার ‘আয়রন ম্যান’কে সুস্থ জীবনে ফেরানোর উদ্যোগ, শরীর থেকে ছাড়ানো হল কয়েক কিলো তার

রাজ্যের ৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। রাজ্যে মোট ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, যার মধ্যে রায়গঞ্জে রয়েছে ১৬ কোম্পানি, রানাঘাটে রয়েছে ১৯ কোম্পানি, বাগদা ২০ কোম্পানি এবং মানিকতলায় মোতায়েন রয়েছে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

লোকসভায় রাজ্যের একাধিক আসন হাতছাড়া হওয়ার পরে উপনির্বাচনে চার জেতা কেন্দ্র ধরে রাখতে মরিয়া বিজেপি। পাশাপাশি বিধানসভায় বিধায়ক সংখ্যা বাড়াতে মরিয়া তৃণমূল।

আরও পড়ুন: বড় মনের পরিচয় দ্রাবিড়ের, ফেরালেন বোর্ডের ২.৫ কোটি, নেবেন সাপোর্ট স্টাফের সমান বোনাস

রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের দেবগ্রাম পঞ্চায়েত এলাকায় ভোটের আগের রাতে পঞ্চায়েত প্রধান শিপ্রা বিশ্বাসের বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শুধু তাই নয় এলাকার মানুষ যাতে ভোট দিতে না যান সেই জন্য হুমকি দেয় রাজ্যের শাসক দল, এমনই দাবি করছে বিজেপি। সেই সঙ্গে, পায়রাডাঙ্গা পঞ্চায়েতের ২ নম্বর প্রীতিনগর এলাকায় মঙ্গলবার গভীর রাতে পঞ্চায়েতের সদস্যের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

সকাল ১১টা পর্যন্ত রাজ্যের ৪ বিধানসভায় মোট ভোট পড়েছে ২৪.২৫ শতাংশ। রায়গঞ্জে ভোটদানের হার সর্বোচ্চ, ভোট পড়েছে ২৫.৯৮ শতাংশ। রানাঘাট দক্ষিণে ভোট পড়েছে ২৬.৩২ শতাংশ। বাগদায় ভোট পড়েছে ২২.৬৩ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে মানিকতলায়, ২১.৮৯ শতাংশ।

বেলা ১১টা পর্যন্ত ভোটের হার।
বেলা ১১টা পর্যন্ত ভোটের হার।