উপনির্বাচনে সবুজ ঝড়৷

Maniktala by election results: ৬২ হাজারে মানিকতলায় জিতলেন সুপ্তি পাণ্ডে! উপনির্বাচনে ৪-০ করল তৃণমূল, বিপর্যয় বিজেপির

: মানিকতলা বিধানসভার উপনির্বাচনেও প্রত্যাশিত ভাবেই জিতলেন তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে৷ ৬২ হাজারেরও বেশি ভোটে জয়ী হলেন মানিকতলার প্রয়াত বিধায়ক এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী৷

লোকসভা নির্বাচনে মানিকতলা কেন্দ্রে সাড়ে তিন হাজারের কিছু বেশি ভোটে বিজেপির থেকে এগিয়ে ছিল তৃণমূল৷ মাত্র দেড় মাসের মধ্যেই সেই ব্যবধান বাড়িয়ে ৬২ হাজারের উপরে নিয়ে গেল রাজ্যের শাসক দল৷

মানিকতলায় তৃণমূলের জয় প্রত্যাশিতই ছিল৷ কারণ যে চার কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল, তার মধ্যেই এই মানিকতলাই একমাত্র তৃণমূলের দখলে ছিল৷ বিজেপির হাতে থাকা বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জেও জয় পেয়েছে তৃণমূল৷ ফলে উপনির্বাচনে চারে চার করল রাজ্যের শাসক দল৷

আরও পড়ুন: ফুল বদলের পর বদলে গেল ফল! মতুয়া অধ্যুষিত বাগদা, রানাঘাট দক্ষিণেও বড় জয় তৃণমূলের

এই জয়ের ফলে বিধানসভায় একদিকে যেমন তৃণমূল আরও শক্তিশালী হল, শক্তিক্ষয় হল বিজেপির৷ লোকসভা নির্বাচনে রাজ্যে বিপর্যয়ের পর ফের প্রশ্ন উঠল রাজ্য বিজেপি নেতৃত্বের ভূমিকা নিয়ে৷

২০২১ সালে এই মানিকতলা কেন্দ্র থেকেই ২০ হাজারের কিছু বেশি ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূলের সাধন পাণ্ডে৷ ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন পরাজিত প্রার্থী বিজেপির কল্যাণ চৌবে৷ ভোটে জেতার পরে সাধন পাণ্ডের মৃত্যু হলেও কল্যাণ চৌবের দায়ের করা সেই মামলা দীর্ঘদিন চলতে থাকায় মানিকতলায় এতদিন উপনির্বাচন হয়নি৷

সাধন পাণ্ডের পর এবার তাঁর স্ত্রীর কাছে আরও বেশি ব্যবধানে হারতে হল কল্যাণকে৷ তিনি অবশ্য ভোটের দিন তৃণমূলের সন্ত্রাস এবং ছাপ্পা ভোটের মতো অভিযোগ তুলে আগে থেকেই ফের হাইকোর্টে মামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন৷