বট ও পাকুড় গাছের বিয়ে 

Murshidabad News: বিয়ে করল দুই গাছ! পাত পেড়ে খেলেন ৩ হাজার লোক, কারণ জানলে চমকে যাবেন

মুর্শিদাবাদ: বিশ্ব উষ্ণায়ন বাড়ছে। তাই বৃক্ষচ্ছেদন প্রতিরোধে দুই গাছকে কনে ও বর সাজিয়ে বিয়ে দেওয়া হল মুর্শিদাবাদের বেলডাঙায়। বেলডাঙার থানার দোলুয়া দক্ষিণপাড়ার মন্দির প্রাঙ্গণে বট-পাকুড় গাছের বিয়ে দেখতে মানুষের ঢল নামল। মন্দির প্রাঙ্গণে অতিথি আপ্যায়নে হাজির হলেন প্রায় তিন হাজার স্থানীয় বাসিন্দা এবং তাঁদের আত্মীয়স্বজন। মন্দির প্রাঙ্গণেই বিয়ে হল দুই গাছের। ছিল পেটপুজোর আয়োজনও। উপস্থিত সবাইকেই গাছের বিয়েতে খিচুড়ি ও পায়েস খাওয়ানো হয়।

আয়োজন কম ছিল না। বিয়ে উপলক্ষে খাওয়াদাওয়া নাচ গানে মেতে উঠেছিলেন সকলে। হিন্দু শাস্ত্রমতে বিয়ের রীতি অনুযায়ী পালন করা হয় আচারবিধি। পাশাপাশি বট-পাকুড় গাছ থাকলে তাদের বিয়ে দিতে হয়। এই রীতি মেনেই ধুমধাম করে বিয়ে দেওয়া হয় গাছ দু’টির। নতুন গাছের প্রতিস্থাপন করে বিষ্ণু মতে বট ও বৃক্ষের বিয়ের আয়োজন করা হয়। কন্যা সম্প্রদান করেন পলাশ মন্ডল ও বিয়ের আশীর্বাদ করেন উৎপল মন্ডল।
বিয়েতে নিমন্ত্রণ করা হয়েছিল আত্মীয়স্বজন ও গ্রামের শতাধিক নারী-পুরুষ ও শিশুদের। দূর-দূরান্ত থেকে এই বিয়ে দেখতে আসেন সবাই। নতুন কাপড় পরিয়ে বিয়ে দেওয়া হয় বট ও পাকুড় গাছের। অনুষ্ঠানটি জাঁকজমকভাবে করা হয়েছে, যাতে মানুষ সহজেই আকৃষ্ট হয়। এতে সচেতনতা বাড়বে বলে দাবি উদ্যোক্তাদের।

আরও পড়ুন- ‘স্বর্গের রথে’র সারথি পূজা, শববহন করে দিন বদলাচ্ছেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী

এক গ্রামবাসী বলেন, “ষষ্ঠী গাছ আইবুড়ো ছিল। তাই ষষ্ঠীর গাছে পাশে আরও একটি গাছ লাগিয়ে আমরা বিয়ের ব্যবস্থা গ্রহণ করলাম। সমস্ত কিছু নিয়ম মেনেই হয়।” পুরোহিত জানান, হিন্দু শাস্ত্রমতে বট ও পাকুড়ের গাছ পাশাপাশি লাগানো থাকলে তাদের বিয়ে দিতে হয়, এখানে নতুন ভাবে দুটি গাছ প্রতিস্থাপন করা হয়েছে।

কৌশিক অধিকারী