সুনিতা কেজরিওয়ালের সঙ্গে সাক্ষাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Mamata Banerjee met Sunita Kejriwal: দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে বাংলার মুখ্যমন্ত্রী, দেখা করলেন অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রীর সঙ্গে

নয়াদিল্লি: নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেট পেশের আগেই নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়া নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী, তাই বিভিন্ন কংগ্রেস-সহ বিরোধী শাসিত মুখ্যমন্ত্রীরা বৈঠক বয়কট করলেও মমতা সেই বৈঠকে অংশ নিতে দিল্লি উড়ে গিয়েছেন। শনিবার নীতি আয়োগের বৈঠক।

আরও পড়ুন:  বাংলাকে ভাগ করার চক্রান্ত! বিজেপি নেতাদের ‘বঙ্গভঙ্গ’ সওয়াল নিয়ে আক্রমণ মমতার

পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যের বঞ্চনা নিয়ে সরব হবেন বলে জানিয়েছেন মমতা। এদিন দলীয় সাংসদদের সঙ্গেও বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রীর সঙ্গেও দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা। সেই সময় মমতার সঙ্গে ছিলেন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডাও।

আরও পড়ুন:  এক কামড়েই ‘ছবি’! বিশ্বের সবচেয়ে বিষাক্ত গাছ, বিষক্রিয়ায় হার মানবে অনেক সাপও

দিল্লিতে আবগারি নীতি সংক্রান্ত মামলায় হাজতে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই ঘটনায় প্রথম থেকেই দিল্লির মুখ্যমন্ত্রীর পাশে ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার ভিডিও প্রকাশ করে আপ এক্স হ্যান্ডলে লেখে, “স্বৈরাচারী শাসকের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে একজোট ইন্ডিয়া”। এদিন অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রীর সঙ্গে দেখা করে মমতা যে কেজরিওয়ালের পাশে আছেন তা আবারও প্রমাণ করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী।