রাজ্যের সাফল্য।

Hepatitis B Prevention: হেপাটাইটিস বি প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য রাজ্যের

কলকাতা: হেপাটাইটিস বি প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে পশ্চিমবঙ্গ। একটি সাম্প্রতিক জাতীয় সমীক্ষায় এটা উল্লেখযোগ্যভাবে ধরা পড়েছে।

২০২২ সাল থেকে রাজ্য সরকার প্রসূতি মা ও সদ্যোজাতদের মধ্যে হেপাটাইটিস বি প্রতিরোধে বিপুলভাবে টীকাকরণ কর্মসূচি গ্রহণ করেছে।

আরও পড়ুন: আদালতে বিচারকের সঙ্গে হাতাহাতিতে জড়ালেন আইনজীবীরা! আদালতে ভাঙচুর, লাঠিচার্জ পুলিশের

সম্প্রতি ভারতে প্রথমবার National Viral Hepatitis Control Programme রাজ্যে ৫ বছরের নীচের শিশুদের মধ্যে হেপাটাইটিস বি-এর সংক্রমণ পরিসংখ্যান জানার জন্য বিশদ সমীক্ষা করে। দেখা গেছে, এই সমীক্ষায় পশ্চিমবঙ্গের ফল খুব ভাল।

আরও পড়ুন: ফের ট্রেন দুর্ঘটনা! লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেনের দুটি কামরা, ব্যস্ত সময়ে যাত্রীদের ভোগান্তি

হেপাটাইটিস বি নিয়ন্ত্রণের বৈধতার মানদণ্ড হল WHO দ্বারা নির্ধারিত ০.১% এর কম/সম সংক্রমনের ব্যাপকতার হার। সাম্প্রতিক জাতীয় সমীক্ষায় দেখা যায় পশ্চিমবঙ্গে সংক্রমণের ব্যাপকতার হার ০.০৭% যা রাজ্যের হেপাটাইটিস বি প্রতিরোধে দৃঢ় পদক্ষেপের সার্থকতা ইঙ্গিত করে। প্রত্যাশিত মাত্রার চেয়ে বাংলার সাফল্য বেশি ভালো। আগামী দিনে এই কর্মসূচি আরও দৃঢ়ভাবে পালন করার লক্ষ্য নিয়েছে রাজ্য যাতে রাজ্যে এর প্রাদুর্ভাব নির্মূল হয়।