প্রতীকী ছবি৷

পানীয় জল অপচয়ে আইন আনছে রাজ্য, উত্তরবঙ্গের জন্য বড় ঘোষণা করলেন মন্ত্রী

কলকাতা: পানীয় জলের অপচয় রুখতে বিল আনছে রাজ্য সরকার৷ এ দিন বিধানসভায় এমনই জানিয়েছেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরী দফতরের মন্ত্রী পুলক রায়৷ এ দিন শিলিগুড়ির পানীয় জলের দূষণ নিয়ে বিধানসভায় প্রশ্ন তোলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ৷ সেই প্রসঙ্গেই এই মন্তব্য করেন মন্ত্রী৷

পাশাপাশি, মন্ত্রী জানিয়েছেন উত্তরবঙ্গের পানীয় জলের সমস্যা মেটাতে বড় পদক্ষেপ করছে রাজ্য সরকার৷ উত্তরবঙ্গ জুড়ে তৈরি করা হবে একাধিক নতুন জল প্রকল্প৷ এই প্রকল্পগুলির অধিকাংশেরই কাজ চলতি বছরের মধ্যে অথবা আগামী বছরের শুরুর দিকে শেষ হবে৷

আরও পড়ুন:

সম্প্রতি পানীয় জলে দূষণের জেরে শিলিগুড়ি পুর এলাকায় বেশ কয়েকদিন জল সরবরাহ বন্ধ রাখতে হয়৷ চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ৷ এ দিন বিধানসভায় সেই ঘটনার উল্লেখ করে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ প্রশ্ন করেন, পানীয় জলের দূষণ রোধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জল পরিশোধনাগারগুলির রোজ পরীক্ষা হয় কি না৷

জবাবে মন্ত্রী জানান, “কাউন্সিলরের কাজ কাউন্সিলর করবে। বিধায়কের কাজ বিধায়ক করব। শিলিগুড়ির বিষয় পুর ও নগরোন্নয়ন দফতর ও পুরসভা দেখে।” যদিও বিজেপি বিধায়ক পাল্টা দাবি করেন, শিলিগুড়ি পুরসভা এই সংক্রান্ত প্রশ্নের জবাব দিতে পারছে না৷

একই সঙ্গে মন্ত্রী জানান, উত্তরবঙ্গের পানীয় জলের সমস্যা মে়টাতে একাধিক নতুন জল প্রকল্প তৈরি করছে রাজ্য সরকার৷ তার মধ্যে ডাবগ্রাম জল প্রকল্পে খরচ হবে ২৮.৭৩ কোটি টাকা। উপকৃত হবে ১৯৭২০টি পরিবার৷ ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই এই প্রকল্পের কাজ শেষ হবে৷ পূর্ব পশ্চিম ধানতলা প্রকল্পে খরচ হবে ৯৭ লক্ষ টাকা। উপকৃত পরিবার হবে ১৫৩১টি পরিবার। আগামী ডিসেম্বরের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হবে৷ পোরঝার পুনবর্ধন প্রকল্পে খরচ হবে ৫ কোটি ৯৭ লক্ষ টাকা ব্যয়। উপকৃত হবে ২৫৬৪টি পরিবার। কাজ শেষ হবে আগামী ডিসেম্বরের মধ্যে। পূর্ব পশ্চিম ধানতলা পুনবর্ধন জল প্রকল্প তৈরি করা হবে ১৫.৭৪ কোটি টাকা ব্যয়ে। ৫৭৮২টি পরিবার উপকৃত হবে। আগামী ডিসেম্বর মাসের মধ্যেই কাজ শেষ হবে। এ ছা়ড়াও শিলিগুড়ি এবং ডাবগ্রামের জন্য বৃহৎ একটি জল প্রকল্পের কাজ হাতে নিয়েছে রাজ্য সরকার৷ যাতে খরচ হবে ৫২.৩৫ কোটি টাকা৷ এই প্রকল্প চালু হলে উপকৃত হবে ৩১ হাজারেরও বেশি পরিবার৷