আসানসোল পুরনিগম।

Job News: ১০০০ সাফাইকর্মী নিয়োগ! শহর পরিষ্কার রাখতে আসানসোলে বড় সিদ্ধান্ত, দিনপ্রতি কত টাকা বেতন

আসানসোল: বিগত কয়েক বছর ধরেই আসানসোল শহরকে সুন্দর করে সাজিয়ে তোলার কাজ শুরু করা হয়েছে। আসানসোল পুরনিগমের নতুন বোর্ড দায়িত্ব হাতে পাওয়ার পর থেকে শহরকে নানাভাবে সাজিয়ে তুলছে। শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলি দখলমুক্ত করা হচ্ছে। আর এবার শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বড় উদ্যোগ নিতে চলেছে আসানসোল পৌর নিগম।

শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে প্রয়োজন আবর্জনা সরানো। আর সেই কাজ যাতে ঠিকঠাক ভাবে হয়, তার জন্য বিপুল পরিমাণ সাফাইকর্মী নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় জানিয়েছেন, প্রাথমিকভাবে এক হাজার সাফাই কর্মী নিয়োগ করা হবে। যারা শহরকে পরিচ্ছন্ন রাখতে সাহায্য করবেন। শহরের আবর্জনা সংগ্রহ করবেন।

আরও পড়ুন: ঢাক বাজালেন মহিলারা, বসিরহাটের নদী ইছামতীকে বরণ করলেন ঘরের লক্ষ্মীরা, এভাবেই ভোটপ্রচার শুরু TMC প্রার্থীর

যে এক হাজার সাফাই কর্মীকে নিয়োগ করা হবে, তাঁদের দিন হিসেবে মজুরি দেওয়া হবে। এক হাজার সাফাইকর্মী শহরের বিভিন্ন ওয়ার্ডে আবর্জনা সংগ্রহের কাজে যুক্ত থাকবেন। প্রতিদিন চার ঘণ্টা করে কাজ করবেন তাঁরা। দিন প্রতি ১৭৫ টাকা করে দেওয়া হবে।

শুধু শহরের আবর্জনা সংগ্রহ নয়, শহরের বাজারগুলিকেও পরিষ্কার রাখতে ব্যবস্থা নেওয়া হয়েছে। সিদ্ধান্ত হয়েছে প্রত্যেকদিন রাতে বাজার এলাকাগুলি পরিষ্কার করানো হবে। যার জন্য ইতিমধ্যেই পাঁচ জন সাফাইকর্মীকে পুরনিগম নিয়োগ করেছে। শহরকে সুন্দর করে সাজিয়ে তোলার পাশাপাশি যেভাবে শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে সাধুবাদ জানিয়েছেন শহরের মানুষ।

নয়ন ঘোষ