West Bengal Job: মোটা অঙ্কের বেতন, খড়গপুরে চাকরি সুবর্ণ সুযোগ, জেনে নিন আবেদনের খুঁটিনাটি

*আপনি কি চাকরি খুঁজছেন? আপনার কি বি.টেক, বি.ই বা এম সি এ কোর্স করা রয়েছে? তবে আপনার জন্য আইআইটি খড়্গপুরে রয়েছে চাকরির সুযোগ। সংগৃহীত ছবি। 
*আপনি কি চাকরি খুঁজছেন? আপনার কি বি.টেক, বি.ই বা এম সি এ কোর্স করা রয়েছে? তবে আপনার জন্য আইআইটি খড়্গপুরে রয়েছে চাকরির সুযোগ। সংগৃহীত ছবি। 
*মোটা অঙ্কের বেতনে জুনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করতে চলেছে ভারতের প্রযুক্তিবিদ্যার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান আইআইটি খড়্গপুর। একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য এই বিজ্ঞপ্তি জারি করেছে প্রতিষ্ঠানটি। সংগৃহীত ছবি। 
*মোটা অঙ্কের বেতনে জুনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করতে চলেছে ভারতের প্রযুক্তিবিদ্যার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান আইআইটি খড়্গপুর। একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য এই বিজ্ঞপ্তি জারি করেছে প্রতিষ্ঠানটি। সংগৃহীত ছবি। 
*হাতে মাত্র অল্প দিন সময়, এখনই আবেদন জানান এই পদের জন্য। বিশেষ এই গবেষণা প্রকল্পটি স্পন্সর করেছে কলকাতার ন্যাশনাল টি রিসার্চ ফাউন্ডেশন। সংগৃহীত ছবি। 
*হাতে মাত্র অল্প দিন সময়, এখনই আবেদন জানান এই পদের জন্য। বিশেষ এই গবেষণা প্রকল্পটি স্পন্সর করেছে কলকাতার ন্যাশনাল টি রিসার্চ ফাউন্ডেশন। সংগৃহীত ছবি। 
*বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, এরিয়াল ইমেজিং এর মধ্য দিয়ে চায়ের পাতায় বিভিন্ন পোকা মাকড় আক্রমণের প্রতিকারের উপায় বিষয়ে এই গবেষণার কাজ হবে। যা হবে সম্পূর্ণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর। সংগৃহীত ছবি। 
*বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, এরিয়াল ইমেজিং এর মধ্য দিয়ে চায়ের পাতায় বিভিন্ন পোকা মাকড় আক্রমণের প্রতিকারের উপায় বিষয়ে এই গবেষণার কাজ হবে। যা হবে সম্পূর্ণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর। সংগৃহীত ছবি। 
*প্রকল্পটির নাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড ইমেজিং সলিউশন ফর ডিটেকশন অফ পেস্ট অ্যাটাক ইন টি লিভস ইউজিং এরিয়াল ইমেজিং। সংগৃহীত ছবি। 
*প্রকল্পটির নাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড ইমেজিং সলিউশন ফর ডিটেকশন অফ পেস্ট অ্যাটাক ইন টি লিভস ইউজিং এরিয়াল ইমেজিং। সংগৃহীত ছবি। 
*এই বিশেষ প্রকল্পে কাজের জন্য, যোগ্যতার মাপকাঠি অনুযায়ী মাসিক ২৯ হাজার ২০০ টাকা বেতন দেওয়া হবে। আবেদন করার জন্য আবেদনকারীকে বয়স হতে হবে ২৮-র মধ্যে। সংগৃহীত ছবি। 
*এই বিশেষ প্রকল্পে কাজের জন্য, যোগ্যতার মাপকাঠি অনুযায়ী মাসিক ২৯ হাজার ২০০ টাকা বেতন দেওয়া হবে। আবেদন করার জন্য আবেদনকারীকে বয়স হতে হবে ২৮-র মধ্যে। সংগৃহীত ছবি। 
*এই বিশেষ গবেষণা প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীকে দুই বছরের অভিজ্ঞতার পাশাপাশি বিটেক, বিই বা এমসিএ করা প্রয়োজন। এ ছাড়াও এগ্রিকালচারাল এপ্লিকেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সংশ্লিষ্ট বিভাগের উপরে অভিজ্ঞতা থাকতে হবে। সংগৃহীত ছবি। 
*এই বিশেষ গবেষণা প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীকে দুই বছরের অভিজ্ঞতার পাশাপাশি বিটেক, বিই বা এমসিএ করা প্রয়োজন। এ ছাড়াও এগ্রিকালচারাল এপ্লিকেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সংশ্লিষ্ট বিভাগের উপরে অভিজ্ঞতা থাকতে হবে। সংগৃহীত ছবি। 
*আবেদনকারীকে আবেদনের জন্য পুরুষ আবেদনকারীদের ১০০ টাকা ফি ধার্য করা হয়েছে। আবেদন জানানোর শেষ তারিখ ১২ এপ্রিল ২০২৪। আবেদন জানাতে হবে অনলাইনে।বিশদে জানতে আইআইটি খড়গপুরের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে। সংগৃহীত ছবি।
*আবেদনকারীকে আবেদনের জন্য পুরুষ আবেদনকারীদের ১০০ টাকা ফি ধার্য করা হয়েছে। আবেদন জানানোর শেষ তারিখ ১২ এপ্রিল ২০২৪। আবেদন জানাতে হবে অনলাইনে।বিশদে জানতে আইআইটি খড়গপুরের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে। সংগৃহীত ছবি।