পুরুলিয়ায় এয়ারপোর্ট

Purulia News: স্বপ্নপূরণ হতে চলেছে পুরুলিয়াবাসীর, আর প্লেনে চড়ার জন্য দূরে যেতে হবে না

পুরুলিয়া : অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। স্বপ্নপূরণ হতে চলেছে পুরুলিয়ার মানুষের। বিমান ধরতে আর দূরে কোথাও যেতে হবে না। নিজের জেলা থেকেই পুরুলিয়ার মানুষ এবার চড়তে পারবেন বিমানে। ‌ পুরুলিয়া শহর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে ছড়রাতে তৈরি হতে চলেছে অত্যাধুনিক বিমানবন্দর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জরুরী পরিস্থিতিতে বিমান ওঠানামার জন্য পুরুলিয়া মফস্সল থানার ছড়রাতে এয়ারস্ট্রিপ তৈরি করেছিল ব্রিটিশরা। বর্তমানে সেটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। ব্রিটিশদের ফেলে যাওয়া সেই রানওয়ে অর্থাৎ এয়ারস্ট্রিপকে অত্যাধুনিক বিমান বন্দরে রূপান্তরিত করতে চলেছে রাজ্য সরকার।

আরও পড়ুন: গম্ভীর-ঘনিষ্ঠ হলেই ভারতীয় দলে সুযোগ? শ্রীলঙ্কায় যাচ্ছেন KKR-এর আরও দুই সতীর্থ

ইতিমধ্যেই রাজ্য সরকারের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার, রাইটস সংস্থা এবং ভূমি দপ্তরের আধিকারিকরা রানওয়ে এলাকা পরিদর্শন করে গিয়েছেন। খতিয়ে দেখেছেন ম্যাপ। জমি পরিদর্শনের পাশাপাশি মাটি পরীক্ষা করে দেখেছেন আধিকারিকরা। বিমানবন্দর তৈরির ডিপিআর তৈরি করে সেই রিপোর্ট পাঠানো হবে রাজ্য সরকারের কাছে। এই বিষয়ে পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিপূর্বেই ঘোষণা করেছিলেন পুরুলিয়ায় এয়ারপোর্ট তৈরি হবে। সেই কাজ ধীরে ধীরে এগোচ্ছে”।

আরও পড়ুন: সব প্রস্তুতি ঠিকঠাক তো? ধর্মতলায় হাজির হয়ে দেখে নিলেন মমতা

এয়ারপোর্ট তৈরি হলে এখানকার ব্যবসায়ীরা অনেকখানি উপকৃত হবেন। জেলার সার্বিক বিকাশ ঘটবে। এ বিষয়ে রাজ্য সরকারের ট্রান্সপোর্ট বিভাগের এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার মানস গোস্বামী বলেন, “সরকারিভাবে এই এলাকায় সয়েল টেস্ট করা হচ্ছে। এর সার্ভে রিপোর্ট রাইটসের কাছে পাঠানো হবে। এয়ারপোর্ট তৈরি করতে যা যা প্রয়োজন তার একটি গ্রাফ দেওয়া হবে। তারপরে এয়ারপোর্ট তৈরির কাজ শুরু হবে”।

পুরুলিয়ায় বিমানবন্দর তৈরি হলে যোগাযোগের ক্ষেত্রে যুগান্তকারী অগ্রগতি ঘটবে বলে মনে করছেন জেলার বাসিন্দারা। সূত্রের খবর, বিমানবন্দরটি ১৭২২ মিটার দৈর্ঘ্য ও ৩৫০ মিটার প্রস্থযুক্ত হবে। এখানে বিমানবন্দর তৈরি হলে যাতায়াতের সুবিধা যেমন বাড়বে তেমনই আর্থসামাজিক ক্ষেত্রেও উন্নতি হতে পারে বলে মনে করছে জেলার মানুষ।