প্রদেশ কংগ্রেস সভাপতি পদে বদল।

West Bengal Congress: পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসে ‘হাত’ বদল! অধীর চৌধুরীর জায়গায় সভাপতি হচ্ছেন শুভঙ্কর সরকার

কলকাতা: বাংলায় কংগ্রেসের দায়িত্বে এবার নতুন মুখ। শুভঙ্কর সরকারকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসাবে নিয়োগ করল সর্বভারতীয় কংগ্রেস কমিটি বা এআইসিসি।

প্রসঙ্গত এর আগে সর্বভারতীয় কংগ্রেসের সম্পাদক ছিলেন শুভঙ্কর সরকার। সেখান থেকে তিনি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসাবে দায়িত্ব নেবেন শুভঙ্কর সরকার। দুই দফায় ২০১৪ থেকে ২০১৮ এবং ২০২০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ কংগ্রেসের সভাপতি পদে ছিলেন অধীর রঞ্জন চৌধুরী।

আরও পড়ুন: পুজোর আগেই দক্ষিণবঙ্গে মহাবিপদ! সোমবার থেকেই ভারী বৃষ্টির আশঙ্কা একাধিক জেলায়

২০২৪-এর লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকে ২৫ বছর পর ইউসুফ পাঠানের কাছে হারতে হয় অধীর রঞ্জন চৌধুরীকে। লোকসভা ভোটের পরে রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতির পদ ছাড়ারও ইচ্ছাপ্রকাশ করেছিলেন পাঁচবারের সাংসদ। তারপরেই শনিবার শুভঙ্কর সরকারকে দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করল কংগ্রেসের হাই কমান্ড।

আরও পড়ুন: ৫৮ জন পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক এবং ঘুষ নেওয়ার অভিযোগ! বড় সাজা হল চিনের আমলার

এর আগে এক বছর সর্বভারতীয় কংগ্রেসের সম্পাদক পদে দায়িত্ব সামলেছেন তিনি। দেড় বছরের মধ্যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। এবার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি হয়ে গুরুদায়িত্বে শুভঙ্কর সরকার রাজ্যে কতটা সফল হতে পারেন সেটাই দেখার।