West Bengal Weather Update: রাজ্যে কালবৈশাখীর সম্ভাবনা ! কমবে কিছুটা তাপমাত্রা, সোম ও মঙ্গলবার রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস

রাজ্যে কালবৈশাখীর সম্ভাবনা। সোমবার কালবৈশাখীর ঝড়ে লণ্ডভণ্ড হতে পারে দু-এক জায়গা। সোম ও মঙ্গলবার রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
রাজ্যে কালবৈশাখীর সম্ভাবনা। সোমবার কালবৈশাখীর ঝড়ে লণ্ডভণ্ড হতে পারে দু-এক জায়গা। সোম ও মঙ্গলবার রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
আজ, রবিবার থেকে বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। পশ্চিমী হাওয়ার প্রভাব কমবে সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকবে। এর ফলে আজ, রবিবার আংশিক মেঘলা আকাশ। আগামিকাল, সোমবার থেকে মেঘলা আকাশের সম্ভাবনা। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে কালবৈশাখীর সম্ভাবনা প্রবল।
আজ, রবিবার থেকে বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। পশ্চিমী হাওয়ার প্রভাব কমবে সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকবে। এর ফলে আজ, রবিবার আংশিক মেঘলা আকাশ। আগামিকাল, সোমবার থেকে মেঘলা আকাশের সম্ভাবনা। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে কালবৈশাখীর সম্ভাবনা প্রবল।
ধীরে ধীরে কমছে তাপমাত্রা। পশ্চিমের কিছু জেলায় আজ, রবিবারও তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা।
ধীরে ধীরে কমছে তাপমাত্রা। পশ্চিমের কিছু জেলায় আজ, রবিবারও তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া চরমে। সোম ও মঙ্গলবার এই দু’দিনে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। বৃষ্টির কারণে তাপমাত্রা কমে স্বাভাবিকের কাছে চলে আসবে পারদ। কলকাতায় সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। আজ, রবিবার সন্ধ্যার পর হালকা বৃষ্টির সম্ভাবনা। রবিবার রাত থেকে মঙ্গলবার মধ্যে বৃষ্টির সম্ভাবনা প্রবল কলকাতা শহরে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া চরমে। সোম ও মঙ্গলবার এই দু’দিনে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। বৃষ্টির কারণে তাপমাত্রা কমে স্বাভাবিকের কাছে চলে আসবে পারদ। কলকাতায় সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। আজ, রবিবার সন্ধ্যার পর হালকা বৃষ্টির সম্ভাবনা। রবিবার রাত থেকে মঙ্গলবার মধ্যে বৃষ্টির সম্ভাবনা প্রবল কলকাতা শহরে।
আজ, রবিবার পরিষ্কার আকাশ হলেও বিকেলের দিকে আংশিক মেঘলা আকাশ। আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে দিনভর।
আজ, রবিবার পরিষ্কার আকাশ হলেও বিকেলের দিকে আংশিক মেঘলা আকাশ। আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে দিনভর।
কলকাতায় আজ, অর্থাৎ রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ৩.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, শনিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৭ থেকে ৮৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৯ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
কলকাতায় আজ, অর্থাৎ রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ৩.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, শনিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৭ থেকে ৮৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৯ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।